Ajker Patrika

বেলাবর সবজি যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৩
বেলাবর সবজি যাচ্ছে  মধ্যপ্রাচ্য ও ইউরোপে

নরসিংদীর বেলাবতে উৎপাদিত বিষমুক্ত সবজি রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রপ্তানিকারকেরা সবজি কিনে মধ্যপ্রাচ্যের ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করেন। স্থানীয় কৃষকেরা বলছেন, বিষমুক্ত সবজি বিক্রি করে তাঁদের ভালো লাভ হচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে, বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য তাঁরা কৃষকদের সাহায্য করছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নারায়ণপুর, সল্লাবাদ, বিন্নাবাদ ও চর-উজিলাবের কৃষকেরা বিভিন্ন সবজি উৎপাদন করছেন। উপজেলার ভূমি খুবই উর্বর। তাই অল্প পরিশ্রমে অধিক সবজির ফলন হয় এখানে। সেই সবজি এখন জেলার চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যের এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে।

নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পাইকারি ব্যবসায়ী মো. সাদেক মিয়া বলেন, প্রথমে কৃষকদের বাড়ি থেকে সবজি কিনে প্যাকেটজাত করে এমজিটি কোম্পানিতে পৌঁছাতে হয়। এমজিটি কোম্পানির মাধ্যমে সবজি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।

এমজিটি কোম্পানির ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে ও ইউরোপে সবজি রপ্তানি করে থাকি। গ্রাম থেকে পাইকারদের মাধ্যমে সবজি সংগ্রহ করি। এরপর প্যাকেটজাত করে রপ্তানি করি।’

উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর কৃষক মো. মোসলেম মিয়া বলেন, ‘এবার ২০ বিঘা জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ করেছি। এগুলোর মধ্যে লাউ, বেগুন, টমেটো, শিম আবাদ করেছি। ঢাকা থেকে রপ্তানিকারকেরা জমি থেকে সবজি কিনে নিয়ে মধ্যপ্রাচ্যের ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করেন। তাই নগদে ও অধিক মূল্যে বিক্রি করে লাভও বেশি হয়।’

উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘বিষমুক্ত অরগানিক সবজি উৎপাদন করতে এবং রপ্তানিকারকের কাছে উৎপাদিত সবজি বিক্রির জন্য কৃষকদের যাবতীয় সহযোগিতা করে থাকি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত