Ajker Patrika

মেয়ের ছবি ফেসবুকে, মামা পেটালেন ভাগনিকে

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৭
মেয়ের ছবি ফেসবুকে, মামা পেটালেন ভাগনিকে

মামাতো বোনের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উঠেছে হাফিজা নামের এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর মামা মিঠুন প্রামাণিক। এই নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে হাফিজাকে তাঁর মামা-মামি পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করেছেন হাফিজা।

দুর্গাপুর উপজেলার আলিয়াবাদ ডাঙ্গাপাড়া গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটে। আহত হাফিজা এখন দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানতে চাইলে হাফিজা নকল আইডি খুলে তাঁর মামতো বোনের ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মামাতো বোন ও তাঁর পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল জেলায়। ১২ ফেব্রুয়ারি দুর্গাপুর থানা থেকে এক পুলিশ কর্মকর্তা ফোন দিয়ে আমার বিরুদ্ধে থানায় অভিযোগের কথা জানান। এ খবর পাওয়ার পর দিন ১৩ ফেব্রুয়ারি আমি মায়ের বাড়ি দুর্গাপুর উপজেলার আলিবাদ ডাঙ্গাপাড়া গ্রামে চলে আসি। মায়ের বাড়ি আসার পর মিঠুন মামা ও তাঁর পরিবার, ফেসবুকে ফেক আইডি খুলে তাঁদের মেয়ের ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে আমাকে দোষারোপ করতে থাকেন। আমি এটা করিনি বলে তাঁদের বারবার বলি। কিন্তু তাঁরা বিশ্বাস করেননি। এ নিয়ে আমাদের কথা-কাটাকাটি হয়। এর জেরে সোমবার বিকেলে মিঠুন মামা ও মামি লাঠিসোঁটা দিয়ে আমাকে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে বাড়ির লোকজন আমাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

এ বিষয়ে জানতে চাইলে আলিয়াবাদ ডাঙ্গাপাড়া গ্রামের মিঠুন প্রামানিক বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে হাফিজা নকল আইডি খুলে আমার মেয়ের ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছে। এ ঘটনা নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’ হাফিজাকে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘গত সোমবার বিকেলে এ নিয়ে হাফিজা আমাকে ও আমার মেয়েকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল। এ কারণে রাগের মাথায় তাকে লাঠি দিয়ে আঘাত করেছি।’

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার বলেন, ‘ফেসবুকে নকল আইডি খুলে হাফিজা তাঁর মামাতো বোনের ছবি ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে হাফিজাকে ফোন দেওয়া হয়েছিল। বিষয়টির তদন্ত চলছে। এই প্রেক্ষাপটে হাফিজাকে তাঁর মামা মিঠুন মারধর করেছেন বলে শুনেছি। তবে হাফিজা থানায় তাঁর মামার বিরুদ্ধে মারধরের কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত