Ajker Patrika

বরিশালে পোলট্রিশিল্প বাঁচাতে আকুতি মালিকদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে পোলট্রিশিল্প বাঁচাতে আকুতি মালিকদের

দেশের পোলট্রিশিল্প বাঁচানোর জন্য সরকারের প্রতি আকুতি জানিয়েছেন বরিশালের খামারের মালিকেরা। তারা বলেছেন, শুধু বরিশাল বিভাগে পোলট্রি শিল্পের সঙ্গে ৪ লাখ মানুষ জড়িত। পোলট্রি খাদ্য ও ওষুধ সামগ্রীর দাম যেভাবে বাড়ছে, তাতে লোকসানের মুখে পড়া পোলট্রি খামারগুলো টিকিয়ে রাখা সম্ভব হবে না। ফলে অনিশ্চিত জীবনের মুখে পড়েছেন এ পেশার সঙ্গে জড়িত মানুষেরা।

গতকাল রবিবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের বরিশাল বিভাগীয় শাখার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানা যায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম গাজী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খাদ্য, ওষুধ ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় বর্তমানে খামারে একটি ডিম উৎপাদন ব্যয় হয় ৯ টাকা ৭৯ পয়সায়। অথচ খুচরা বাজারে ভোক্তারা ডিম পাচ্ছেন প্রতিটি ১০ টাকায়। এর মাঝে ফড়িয়া, আড়তদার ও মুদি দোকানদার মোট মুনাফা করছেন আড়াই থেকে ৩ টাকা পর্যন্ত। প্রতিটি ডিমে ওই পরিমাণ টাকা লোকসান দিতে হচ্ছে ডিম উৎপাদনকারী খামার মালিককে।

খামার মালিকেরা বলেন, এভাবে লোকসান দিয়ে তারা ব্যবসা বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। করোনাকালীন ২ বছরে দেশে হাজার হাজার পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। করোনা সংকট কেটে গেলে যারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তাঁরা এখন মূল্যবৃদ্ধির সংকটে পড়েছেন।

পোলট্রি খামার মালিকেরা জানান, দুই মাস আগেও ১ হাজার ৬০০ টাকার খাবারের বস্তা এখন ২৭০০ থেকে ৩০০০ টাকায় কিনতে হচ্ছে। ডিমের বাজার দরে খামারিদের হাতে নেই। এ ব্যবসায় আসা কিছু করপোরেট ও বিদেশি কোম্পানি বাজার দর নিয়ন্ত্রণ করছেন। অথচ মোট উৎপাদনের মাত্র ২৫ ভাগ তাদের হাতে। এসব প্রতিষ্ঠানগুলো নিজেরা খাদ্য উৎপাদন করায় ও বিদেশ থেকে সরাসরি আমদানি করায় তাঁদের ডিম ও মাংস উৎপাদন ব্যয় কম হয়।

পোলট্রি শিল্প টিকিয়ে রাখার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৪টি সুপারিশ করেছেন খামার মালিকেরা। ডিম ও ব্রয়লার মুরগির বাজার দর সরকার থেকে নির্ধারণ, দর নির্ধারণে জাতীয় কমিটি গঠন করে অন্তত প্রতি মাসে একবার মূল্য নির্ধারণ করে দেওয়া, খামারিদের প্রণোদনা ও খাদ্য আমদানিতে সরকারের ভর্তুকি এবং সরকারের উচ্চ মহল থেকে সরাসরি তদারক করা।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত