Ajker Patrika

জেলের জালে ধরা পড়ল সাকার মাছ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪: ১০
জেলের জালে ধরা পড়ল সাকার মাছ

জামালপুরের দেওয়ানগঞ্জে জেলের জালে ধরা পরেছে একটি সাকার মাছ। গতকাল শুক্রবার সকালে পূর্ব কাজলাপাড়া ব্রহ্মপুত্র নদে জেলে হাছেন আলীর জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, উপজেলার চিকাজানী ইউনিয়নের হাজারী গ্রামের হাছেন আলী গতকাল ব্রহ্মপুত্র নদে মাছ ধরার জন্য জাল ফেলেন। এ সময় তার জালে ধরা পরে এই মাছটি। জেলে হাছেন আলী জানান, আমি নিয়মিত নদীতে মাছ ধরি।

শুক্রবার সকালে পূর্ব কাজলাপাড়া ব্রহ্মপুত্র নদ থেকে এই মাছটি ধরেছি। ৩০ বছর ধরে বিভিন্ন নদীতে মাছ ধরার কাজ করি। কিন্তু এই প্রথম এমন একটা মাছ ধরেছি যার নাম জানি না। জেলে হাছেন আলীর বাড়ী হাজারী গ্রামে গিয়ে দেখা যায় মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় করছেন।

আরও জানা গেছে, এই মাছের নাম সাকার মাউথ ক্যাটফিশ, অথবা কমন প্লেকো। ক্যাটফিশ মানে শিং-মাগুর জাতের এই মাছের বৈজ্ঞানিক নাম হিপোসটোমাস প্লেকোসটোমাস। মুখের আকারে জলহস্তীর সঙ্গে মিল থাকায় এই নামকরণ।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিটিউটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এই মাছের অনেকগুলো প্রজাতি আছে। এর মধ্যে যেটি বাংলাদেশে পাওয়া যায়, সেটি আকারে বেশি বড় নয়। ১৬-১৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এই মাছ। মিঠাপানির এই মাছটির শরীর অমসৃণ। পিঠের উপরে ও দুই পাশে রয়েছে তিনটি বড় কাটার মত পাখনা, যা ধারালো। মুখের মধ্যে রয়েছে ধারালো দাঁত।

এরা জলাশয়ের আগাছা, জলজ পোকামাকড় ও বিভিন্ন ধরণের ছোট মাছ খেয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত