Ajker Patrika

হুইসেল চাপা স্লোগানে, ট্রেনের ধাক্কায় নিহত ১

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৮
হুইসেল চাপা স্লোগানে, ট্রেনের ধাক্কায় নিহত ১

ইউপি সদস্যের প্রতীক নিয়ে এলাকায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক সমর্থক। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তি হুনুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে রবিকুল ইসলাম (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ছিল ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন। উপজেলার সিধলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী জামালের প্রতীক আনতে অটোরিকশায় চড়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে যান তাঁরা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি কর্মী সমর্থকদের নিয়ে গৌরীপুর থেকে নিজ ইউনিয়নে ফিরছিলেন।

তাঁর শোডাউনের বহরটি শ্যামগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় জারিয়া থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় এক অটোরিকশা। এতে রবিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন একই গ্রামের কছুম উদ্দিনের ছেলে সজিব মিয়া, তাহের উদ্দিনের ছেলে মোখলেছ উদ্দিন, চান মিয়ার ছেলে স্বপন ও হযরত আলীর ছেলে কিরণ।

তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান ও ভুভুজেলার শব্দে ট্রেনের আওয়াজ শুনতে পাননি অটোচালক। ওই লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। সিধলা ইউপির চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত