Ajker Patrika

নৌকা ও লাঙল ছাড়া প্রচারে নেই কেউ

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ২০
নৌকা ও লাঙল ছাড়া প্রচারে নেই কেউ

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়া অন্যদের দেখা নেই ভোটের মাঠে। চোখে পড়েনি অন্য তিন প্রার্থীর কোনো প্রচার। ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, গত ২৮ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর পর থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগ নেতা খান আহমেদ শুভ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট চাইছেন।

এদিকে ৩০ ডিসেম্বর থেকে নেতা-কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লাঙল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জহির।

এ ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাব প্রতীকে কংগ্রেস পার্টির প্রার্থী রুপা রায়, হাতুড়ি প্রতীকে ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি গোলাম নওজব চৌধুরী ও মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু। তবে তাঁদের কোনো প্রচার লক্ষ করা যায়নি।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বলেন, দু-এক দিনের মধ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রচার শুরু করবেন। তিনি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে প্রচার চালাচ্ছেন বলেও জানান।

ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোলাম নওজব চৌধুরী বলেন, উপজেলার আট ইউপিতে ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের পর থেকে তিনি আনুষ্ঠানিক প্রচার প্রচার শুরু করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত