Ajker Patrika

৩ ইউপিতে নৌকার প্রার্থী পরিবর্তন

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৯: ২৪
৩ ইউপিতে নৌকার প্রার্থী পরিবর্তন

বিয়ানীবাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটি ইউপিতে নৌকার প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে গত মঙ্গলবার রাতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান গতকাল বিষয়টি নিশ্চিত করেন।

নতুন মনোনয়নপ্রাপ্তরা হলেন, দুবাগ ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সদস্য পলাশ আফজালকে পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম, তিলপারা ইউপিতে আওয়ামী লীগ নেতা বিবেকানন্দ দাসের পরিবর্তে সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন এবং মোল্লাপুর ইউপিতে উপজেলা আওয়ামী লীগ নেতা আশফাক আহমদের পরিবর্তে প্রবাসী আওয়ামী লীগ নেতা শামীম আহমদ নৌকার চূড়ান্ত পান।

এ ছাড়া যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন, আলী নগর ইউপিতে আহবাবুর রহমান শিশু, চারখাই ইউপিতে মাহমুদ আলী, শেওলা ইউপিতে জহুর উদ্দিন, কুড়াবাজার ইউপিতে বাহার উদ্দিন, মাথিউরা ইউপিতে আমান উদ্দিন, মুড়িয়া ইউপিতে হ‌ুমায়ূন কবির ও লাউতা ইউপিতে আব্দুল জলিল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, কেন্দ্রীয় আপিল কমিটি যাচাই-বাছাই করে মনোনয়ন বাতিল ও প্রদানের ক্ষমতা রাখেন। কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে এসব ইউপিতে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। দলের স্বার্থে যাদের পরিবর্তন করা হয়েছে তাঁদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত