Ajker Patrika

টিকা পাওয়া নিয়ে দুশ্চিন্তা

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ১২
টিকা পাওয়া নিয়ে দুশ্চিন্তা

করোনা টিকা নেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এইচএসসি পরীক্ষারা। উপজেলা পর্যায়ে ফাইজারের টিকা সংরক্ষণের ব্যবস্থা নেই। তাই জেলা সদরে গিয়ে টিকা নিতে হবে শিক্ষার্থীদের। এ নিয়ে চিন্তিত মুলাদী উপজেলার এইচএসসি পরীক্ষার্থীরা।

করোনা টিকা পেতে শিক্ষার্থীদের যেতে হবে বরিশাল সদরে। এ ক্ষেত্রে ছাত্রীদের বেশি সমস্যা দেখা দিয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার পাড়ি দিয়ে টিকা নিতে হবে তাদের।

ইতিমধ্যে উপজেলার কলেজগুলো থেকে শিক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার টিকা কার্ড, রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র নিয়ে প্রস্তুতি নিয়েছে তারা। কিন্তু উপজেলা থেকে বরিশাল জেলা সদরের দূরত্ব এবং যাওয়া-আসা নিয়ে চিন্তিত তারা। কয়েকটি কলেজের শিক্ষার্থীদের কয়েকবার গাড়ি বদলও করতে হবে। অবশ্য কিছু কলেজ শিক্ষার্থীদের সুবিধার্থে গাড়ি ভাড়া করেছে।

জানা গেছে, এ বছর মুলাদী উপজেলার ৭টি কলেজ থেকে প্রায় ১ হাজার ৯০০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এসব শিক্ষার্থীকে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টিকা দেওয়া হবে। একেক দিন একেক কলেজের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হবে। সরকারিভাবে তাদের সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

চরকালেখান আদর্শ কলেজের শিক্ষার্থী সোনিয়া জানায়, তাদের বাড়ি থেকে বরিশাল সদরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। প্রথমে মুলাদী সদরে যেতে এক গাড়ি, পরে মীরগঞ্জ যেতে গাড়ি পরিবর্তন করতে হবে। এরপর খেয়াপাড় হয়ে গাড়ি পরিবর্তন করে বরিশাল যেতে হবে। এতে নির্দিষ্ট সময় টিকাকেন্দ্রে উপস্থিত হওয়ায় যাবে কী না সন্দেহ রয়েছে।

ওই কলেজের শিক্ষার্থী লাবনী জানায়, বরিশাল গিয়ে টিকা দেওয়া সমস্যা। সঙ্গে যাওয়ার মতো অভিভাবকও নেই। টিকা ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা গেলে সুবিধা হতো।

এইচএসসি পরীক্ষার্থী পপি জানায়, বাবা অসুস্থ তাই টিকা নিতে যাওয়া নিয়ে সমস্যায় পড়েছে। সহপাঠীদের সঙ্গে যেতে পারবে কি না এ নিয়ে সন্দেহ রয়েছে। কলেজ থেকে সব শিক্ষার্থীকে একসঙ্গে যাওয়ার ব্যবস্থা করলে সুবিধা হতো।

নাজিরপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক লাইলুন নাহার বলেন, ‘উপজেলা সদরে টিকা দিতে পারলে শিক্ষার্থীদের সুবিধা হতো। এত দূরে শিক্ষার্থীদের যাওয়া কষ্টকর। তবুও কলেজ থেকে বাস ভাড়া করা হয়েছে। শিক্ষার্থীদের গৌরনদী হোসনাবাদ স্ট্যান্ড থেকে বাসে উঠতে হবে।’

উপজেলার পূর্ব হোসনাবাদ কলেজের শিক্ষক উত্তম মণ্ডল বলেন, ‘আমাদের কলেজ থেকে বরিশালের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। শিক্ষার্থীদের বরিশাল যেতে প্রথমে মুলাদী যেতে হবে। সেখান থেকে মীরগঞ্জ এবং খেয়াপাড় হয়ে বরিশাল যেতে হবে। তাই শিক্ষার্থীদের জন্য ৩টি বাস ভাড়া করা হয়েছে। বাসগুলো কলেজ থেকে ছাড়বে। শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষে আবার কলেজে ফিরবে।’

সফিপুর ইউনিয়নের হাজি সৈয়দ বদরুল কলেজের শিক্ষক জাকির হোসেন বলেন, ‘নদীবেষ্টিত এলাকার শিক্ষার্থীদের উপজেলা সদরে যেতে কষ্ট হয়। বরিশালে যেতে তাদের ভোগান্তি হতে পারে। তবে শিক্ষার্থীদের জন্য গাড়ি ভাড়ার চেষ্টা চলছে। এতে তাদের দুর্ভোগ কিছুটা কমবে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, ‘উপজেলা পর্যায়ে ফাইজারের টিকা সংরক্ষণের ব্যবস্থা নেই। তাই জেলা পর্যায় ছাড়া এই টিকা গ্রহণের সুযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত