Ajker Patrika

মামলা নিয়েছে থানা আসামির ফোন জব্দ

সাতক্ষীরা (কালীগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬: ০৯
মামলা নিয়েছে থানা  আসামির ফোন জব্দ

সাতক্ষীরার কালীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলা হয়েছে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নির্দেশে গত শনিবার রাতে কালিগঞ্জ থানায় মামলাটি এজাহারভুক্ত হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান গত সোমবার বেলা ১২টায় অভিযুক্ত সোহাগ হোসেন সবুজের বাড়ি থেকে তাঁর মোবাইল ফোন জব্দ করেছেন। তবে ওই সময় সবুজকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় ধর্ষণের শিকার ছাত্রীর মা-বাবা ও গ্রামবাসী ঘটনার বিস্তারিত তদন্ত কর্মকর্তার কাছে খুলে বলেন।

তারা বলেন, গ্রামের বিদেশ ফেরত সবিলার মোড়লের পুত্র কলেজছাত্র সোহাগ হোসেন সবুজ প্রথমে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় সবুজ ওই স্কুলছাত্রীকে সুযোগ বুঝে ধর্ষণ করে আসছিল। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

অন্তঃসত্ত্বার ৬ মাস পর বিষয়টি পরিবার জানতে পারে। বিষয়টি ধর্ষকের পিতাকে জানালে তিনি তাঁর ছেলেকে বাড়ি থেকে অন্যত্রে পাঠিয়ে দেন। পরে তিনি গ্রামের মাতব্বরদের নিয়ে সালিশি বৈঠকে ১ লাখ টাকা দিয়ে ওই মেয়ের গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন।

পরে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ৭ ডিসেম্বর জেলা আদালতে মামলা করলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি এফআইআর করার জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর গত ২৪ ডিসেম্বর রাতে আদালত থেকে মামলার নথি কালীগঞ্জ থানায় পৌঁছায় এবং ওই রাতেই থানায় মামলা রেকর্ড হয়

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, ‘আমি গত সোমবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত সম্পন্ন করেছি। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি যতই শক্তিশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না। আসামি দ্রুতই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত