Ajker Patrika

মামলা নিয়েছে থানা আসামির ফোন জব্দ

সাতক্ষীরা (কালীগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬: ০৯
মামলা নিয়েছে থানা  আসামির ফোন জব্দ

সাতক্ষীরার কালীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলা হয়েছে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নির্দেশে গত শনিবার রাতে কালিগঞ্জ থানায় মামলাটি এজাহারভুক্ত হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান গত সোমবার বেলা ১২টায় অভিযুক্ত সোহাগ হোসেন সবুজের বাড়ি থেকে তাঁর মোবাইল ফোন জব্দ করেছেন। তবে ওই সময় সবুজকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় ধর্ষণের শিকার ছাত্রীর মা-বাবা ও গ্রামবাসী ঘটনার বিস্তারিত তদন্ত কর্মকর্তার কাছে খুলে বলেন।

তারা বলেন, গ্রামের বিদেশ ফেরত সবিলার মোড়লের পুত্র কলেজছাত্র সোহাগ হোসেন সবুজ প্রথমে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় সবুজ ওই স্কুলছাত্রীকে সুযোগ বুঝে ধর্ষণ করে আসছিল। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

অন্তঃসত্ত্বার ৬ মাস পর বিষয়টি পরিবার জানতে পারে। বিষয়টি ধর্ষকের পিতাকে জানালে তিনি তাঁর ছেলেকে বাড়ি থেকে অন্যত্রে পাঠিয়ে দেন। পরে তিনি গ্রামের মাতব্বরদের নিয়ে সালিশি বৈঠকে ১ লাখ টাকা দিয়ে ওই মেয়ের গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন।

পরে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ৭ ডিসেম্বর জেলা আদালতে মামলা করলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি এফআইআর করার জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর গত ২৪ ডিসেম্বর রাতে আদালত থেকে মামলার নথি কালীগঞ্জ থানায় পৌঁছায় এবং ওই রাতেই থানায় মামলা রেকর্ড হয়

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, ‘আমি গত সোমবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত সম্পন্ন করেছি। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি যতই শক্তিশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না। আসামি দ্রুতই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত