খান রফিক, বরিশাল
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস, ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তিন চাকার যানবাহন। এতে ঘটছে দুর্ঘটনা। উচ্চ আদালতের নির্দেশনা না মেনে মহাসড়কে বেপরোয়াভাবে মাহিন্দ্র, অটো, টেম্পোসহ নানা নামের থ্রি হুইলার চলার অভিযোগ পাওয়া গেছে। তবে থ্রি হুইলার মালিক ও শ্রমিকদের দাবি, বরিশাল-ঢাকা মহাসড়কের জিরো পয়েন্ট থেকে বাবুগঞ্জের রহমতপুর পর্যন্ত মেট্রো এলাকা হওয়ায় চলাচলে বাধা নেই। বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সূত্রও জানিয়েছে, মহাসড়ক হলেও আইনের ফাঁকফোকর দিয়ে দীর্ঘ এ পথে ঝুঁকি নিয়ে চলছে থ্রি হুইলার।
বরিশাল-ঢাকা মহাসড়কের আমতলার মোড় থেকে বাবুগঞ্জের ক্যাডেট কলেজ পর্যন্ত গতকাল ঘুরে দেখা গেছে, সব ধরনের থ্রি হুইলার চলছে খেয়াল-খুশিমতো। এই মহাসড়কে বাস, ট্রাকসহ ভারী যানবাহনের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে এসব ছোট যান। যখন-তখন থামিয়ে তোলা হচ্ছে যাত্রী।
নগরীর থানা কাউন্সিলের সামনে কথা হয় অটোরিকশা চালক মজিব উল্লাহর সঙ্গে। তিনি বলেন, ফোর লেনের থ্রি হুইলার চলাচলের লেন ভাঙা, যাত্রীর চলতে কষ্ট হয়।
যদিও নগরীর ভেতরের ৪ কিলোমিটারের ফোর লেনে থ্রি হুইলার চলার পৃথক লেন করে দিক নির্দেশনা দেওয়া আছে। কিন্তু এই নির্দেশনা মানছেন না কেউ। ক্যাডেট কলেজ ছাড়িয়ে মহাসড়কে দেখা গেছে একইভাবে পাল্লা দিয়ে চলছে মাহিন্দ্র ও অটো।
নথুল্লাবাদ বাস টার্মিনালের দূরপাল্লার বাস সাউদিয়া পরিবহনের এক চালক জানান, বাস চলাচলের সময় এসব ছোট যানবাহন সামনে পড়লে নিয়ন্ত্রণ রাখা মুশকিল। যে কারণে নানা সময়ে ঘটছে দুর্ঘটনা।
বরিশাল জেলা থ্রি হুইলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দুলাল বলেন, নগরী ও এর আশপাশের সড়ককে মহাসড়ক ধরা হয় না। এটি মেট্রো এলাকা। গুঠিয়া স্টিল ব্রিজ, বাবুগঞ্জ স্টিল ব্রিজ, জিরো পয়েন্ট মহাসড়কের এসব এলাকা পর্যন্ত থ্রি হুইলার রুট পারমিট অনুযায়ী চলে।
থ্রি হুইলার মালিক দুলাল জানান, তাঁদের সংগঠনের আওতায় ১ হাজার যান আছে। আওতার বাইরে আছে কয়েক হাজার। বিশেষ করে হলুদ অটো নিষিদ্ধ করেছে আদালত। মহাসড়কে তাদের নিয়ন্ত্রণ করার উপায় কী?
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন সরদার বলেন, মহাসড়কে থ্রি হুইলার চলছেই। অথচ হাইকোর্টের রুল অনুযায়ী এসব যান মহাসড়কে চলতে পারবে না। নানা সময়ে প্রশাসনকে জানানো হয়েছে। সিঅ্যান্ডবি রোডে যেভাবে থ্রি হুইলার চলে তাতে বাস, ট্রাক চলাই দায়। মূল লেন দিয়ে থ্রি হুইলার চলায় ঘটছে দুর্ঘটনা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে (শহর ও যানবহন) জানান, মহাসড়ক ও মেট্রোপলিটন সড়কে যানবহন চলাচলে আইনের একটি ফাঁকফোকরের সুযোগে নিচ্ছেন থ্রি হুইলার যানবহন চালকেরা। মেট্রোপলিটন এলাকার মধ্যে মহাসড়ক থাকলে ওই এলাকাতে মহাসড়ক আইন কার্যকর নয়। থ্রি হুইলার যানবাহনের রুট পারমিটেও একই কথা উল্লেখ থাকে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সীমানা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতু পর্যন্ত। ওই পর্যন্ত থ্রি হুইলার যানবহন চলাচল ঝুঁকিপূর্ণ হলেও আইন দেখিয়ে পাড় পেয়ে যাচ্ছেন চালকেরা।
বিদ্যুৎ চন্দ্র দে আরও বলেন, নগরীর প্রাণকেন্দ্র নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সাগরদী আমতলার মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার মহাসড়ক নিরাপদ রাখার জন্য বাইলেন করা হয়েছে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের পর থেকে পুলিশের নজরদারি না থাকায় সিঅ্যান্ডবি সড়কে থ্রি হুইলারগুলো বাইলেন ছেড়ে মহাসড়কে চলাচল করছে।
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস, ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তিন চাকার যানবাহন। এতে ঘটছে দুর্ঘটনা। উচ্চ আদালতের নির্দেশনা না মেনে মহাসড়কে বেপরোয়াভাবে মাহিন্দ্র, অটো, টেম্পোসহ নানা নামের থ্রি হুইলার চলার অভিযোগ পাওয়া গেছে। তবে থ্রি হুইলার মালিক ও শ্রমিকদের দাবি, বরিশাল-ঢাকা মহাসড়কের জিরো পয়েন্ট থেকে বাবুগঞ্জের রহমতপুর পর্যন্ত মেট্রো এলাকা হওয়ায় চলাচলে বাধা নেই। বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সূত্রও জানিয়েছে, মহাসড়ক হলেও আইনের ফাঁকফোকর দিয়ে দীর্ঘ এ পথে ঝুঁকি নিয়ে চলছে থ্রি হুইলার।
বরিশাল-ঢাকা মহাসড়কের আমতলার মোড় থেকে বাবুগঞ্জের ক্যাডেট কলেজ পর্যন্ত গতকাল ঘুরে দেখা গেছে, সব ধরনের থ্রি হুইলার চলছে খেয়াল-খুশিমতো। এই মহাসড়কে বাস, ট্রাকসহ ভারী যানবাহনের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে এসব ছোট যান। যখন-তখন থামিয়ে তোলা হচ্ছে যাত্রী।
নগরীর থানা কাউন্সিলের সামনে কথা হয় অটোরিকশা চালক মজিব উল্লাহর সঙ্গে। তিনি বলেন, ফোর লেনের থ্রি হুইলার চলাচলের লেন ভাঙা, যাত্রীর চলতে কষ্ট হয়।
যদিও নগরীর ভেতরের ৪ কিলোমিটারের ফোর লেনে থ্রি হুইলার চলার পৃথক লেন করে দিক নির্দেশনা দেওয়া আছে। কিন্তু এই নির্দেশনা মানছেন না কেউ। ক্যাডেট কলেজ ছাড়িয়ে মহাসড়কে দেখা গেছে একইভাবে পাল্লা দিয়ে চলছে মাহিন্দ্র ও অটো।
নথুল্লাবাদ বাস টার্মিনালের দূরপাল্লার বাস সাউদিয়া পরিবহনের এক চালক জানান, বাস চলাচলের সময় এসব ছোট যানবাহন সামনে পড়লে নিয়ন্ত্রণ রাখা মুশকিল। যে কারণে নানা সময়ে ঘটছে দুর্ঘটনা।
বরিশাল জেলা থ্রি হুইলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দুলাল বলেন, নগরী ও এর আশপাশের সড়ককে মহাসড়ক ধরা হয় না। এটি মেট্রো এলাকা। গুঠিয়া স্টিল ব্রিজ, বাবুগঞ্জ স্টিল ব্রিজ, জিরো পয়েন্ট মহাসড়কের এসব এলাকা পর্যন্ত থ্রি হুইলার রুট পারমিট অনুযায়ী চলে।
থ্রি হুইলার মালিক দুলাল জানান, তাঁদের সংগঠনের আওতায় ১ হাজার যান আছে। আওতার বাইরে আছে কয়েক হাজার। বিশেষ করে হলুদ অটো নিষিদ্ধ করেছে আদালত। মহাসড়কে তাদের নিয়ন্ত্রণ করার উপায় কী?
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন সরদার বলেন, মহাসড়কে থ্রি হুইলার চলছেই। অথচ হাইকোর্টের রুল অনুযায়ী এসব যান মহাসড়কে চলতে পারবে না। নানা সময়ে প্রশাসনকে জানানো হয়েছে। সিঅ্যান্ডবি রোডে যেভাবে থ্রি হুইলার চলে তাতে বাস, ট্রাক চলাই দায়। মূল লেন দিয়ে থ্রি হুইলার চলায় ঘটছে দুর্ঘটনা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে (শহর ও যানবহন) জানান, মহাসড়ক ও মেট্রোপলিটন সড়কে যানবহন চলাচলে আইনের একটি ফাঁকফোকরের সুযোগে নিচ্ছেন থ্রি হুইলার যানবহন চালকেরা। মেট্রোপলিটন এলাকার মধ্যে মহাসড়ক থাকলে ওই এলাকাতে মহাসড়ক আইন কার্যকর নয়। থ্রি হুইলার যানবাহনের রুট পারমিটেও একই কথা উল্লেখ থাকে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সীমানা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতু পর্যন্ত। ওই পর্যন্ত থ্রি হুইলার যানবহন চলাচল ঝুঁকিপূর্ণ হলেও আইন দেখিয়ে পাড় পেয়ে যাচ্ছেন চালকেরা।
বিদ্যুৎ চন্দ্র দে আরও বলেন, নগরীর প্রাণকেন্দ্র নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সাগরদী আমতলার মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার মহাসড়ক নিরাপদ রাখার জন্য বাইলেন করা হয়েছে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের পর থেকে পুলিশের নজরদারি না থাকায় সিঅ্যান্ডবি সড়কে থ্রি হুইলারগুলো বাইলেন ছেড়ে মহাসড়কে চলাচল করছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫