মো. বেলাল হোসাইন, শরীয়তপুর
সাবেক পানিসম্পদমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুর রাজ্জাক ১৯৯১ থেকে ২০১১ সাল পর্যন্ত শরীয়তপুর-৩ আসনে সংসদ সদস্য ছিলেন। ২০১১ সালে তিনি মারা যাওয়ার পর থেকে এ পর্যন্ত আসনটি দখলে রেখেছেন তাঁর বড় ছেলে নাহিম রাজ্জাক। আগামী নির্বাচনেও নাহিম রাজ্জাক আসনটি ধরে রাখতে সক্রিয় থাকবেন। তবে আসনটির প্রতি লোলুপ দৃষ্টি থাকবে আওয়ামী লীগের আরও হাফ ডজন মনোনয়নপ্রত্যাশীর। সক্রিয় থাকবেন অন্য দলের নেতারাও।
শরীয়তপুর-৩ আসনের ভোটের মাঠ ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জে আগামী নির্বাচনের হিসাব বেশ জটিল। এমনিতে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও দলটির ভেতরে রয়েছে কোন্দল। এর আগে তিনবার এই আসনে এমপি হলেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হয়নি নাহিম রাজ্জাককে। এবার মনোনয়ন পেতেই বাধার মুখে পড়তে পারেন এ নেতা। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল আউয়াল শামীমের সঙ্গে তাঁর বিরোধ এখন প্রকাশ্যে।
তিন উপজেলার হাটে-মাঠে-ঘাটে, চায়ের আড্ডায় সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে আগামী সংসদ নির্বাচন। আওয়ামী লীগের টিকিট কে পাবেন, তা নিয়েই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বেশি। তবে আওয়ামী লীগের সম্ভাব্য দু-চারজন মনোনয়নপ্রত্যাশী ছাড়া অন্য প্রার্থীদের এখনো ভোটের মাঠে চোখে পড়ার মতো তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।
এমপি নাহিম রাজ্জাক ছাড়া আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সিকদার গ্রুপের মালিক শিল্পপতি জয়নুল হক সিকদারের মেয়ে সংরক্ষিত আসনের
সংসদ সদস্য পারভীন হক সিকদার, জেলা কমিটির সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান (খোকা সিকদার), জেলা কমিটির সাধারণ সম্পাদক অনল কুমার দে এবং কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন।
দল নির্বাচনে গেলে বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী কারাবন্দী মিয়া নুরুদ্দিন অপু, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও শিল্পপতি সাঈদ আহমেদ আসলাম, সাবেক এমপি প্রয়াত কে এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেবের স্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ, জেলা কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি এবং গোসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ডা. এ এস কামাল উদ্দিন আহমেদ, জেলা কমিটির সাবেক সহসভাপতি শিল্পপতি শহিদুল হক লিটু সিকদার, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শিল্পপতি টিআইএম মহিতুল গনি মিন্টু সরদার।
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান উকিল এবং জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ম. ম. ওয়াসিম খোকন এবং চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট মানিক মিয়া এবং মুফতি ফেরদৌস আহমেদ মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
এমপি নাহিম রাজ্জাক বিভিন্ন সময় নিজ এলাকায় সরকারি ও ব্যক্তিগত সফর করেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসাধারণের মাঝে তুলে ধরেন। নাহিম রাজ্জাক মনে করেন, তাঁর বিকল্প আওয়ামী লীগের প্রার্থী এই আসনে এখন পর্যন্ত তৈরি হয়নি। তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী, আমার কর্মকাণ্ড মূল্যায়ন করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আবারও আমাকে মনোনয়ন দেবেন।’
পারভীন হক সিকদার এবং সৈয়দ আব্দুল আউয়াল শামীম মাঝেমধ্যে এলাকায় আসছেন। এলাকার মানুষদের সাহায্য-সহযোগিতা করছেন। গত দুর্গাপূজার সময় নিজ এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে নাহিম রাজ্জাকের সমর্থকদের হামলার শিকার হয়েছিলেন আব্দুল আউয়াল শামীম। এর মধ্য দিয়ে নাহিম ও শামীমের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে আব্দুল আউয়াল শামীম বলেন, ‘আমি মনোনয়নপ্রত্যাশী। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি সব সময় আওয়ামী লীগ ও নৌকার পক্ষে।’
বিএনপির মিয়া নুরুদ্দিন অপু গত নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন। গণসংযোগে গিয়ে নাহিম রাজ্জাকের কর্মীদের সশস্ত্র হামলার শিকার হন। গুরুতর জখম অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন থাকতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার আগেই গ্রেপ্তার করা হয় বিএনপির এই প্রার্থীকে।
পাঁচ বছর ধরে মিয়া নুরুদ্দিন অপু কারাগারে। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ নিলে কারাগার থেকেই এবারও তিনি দলের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন গোসাইরহাট উপজেলা বিএনপির সভাপতি তারিক আজিজ মোবারক ঢালী।
বিএনপির আরেক প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা বিএনপির নেই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমি দল থেকে মনোনয়ন চাইব।’
সাবেক পানিসম্পদমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুর রাজ্জাক ১৯৯১ থেকে ২০১১ সাল পর্যন্ত শরীয়তপুর-৩ আসনে সংসদ সদস্য ছিলেন। ২০১১ সালে তিনি মারা যাওয়ার পর থেকে এ পর্যন্ত আসনটি দখলে রেখেছেন তাঁর বড় ছেলে নাহিম রাজ্জাক। আগামী নির্বাচনেও নাহিম রাজ্জাক আসনটি ধরে রাখতে সক্রিয় থাকবেন। তবে আসনটির প্রতি লোলুপ দৃষ্টি থাকবে আওয়ামী লীগের আরও হাফ ডজন মনোনয়নপ্রত্যাশীর। সক্রিয় থাকবেন অন্য দলের নেতারাও।
শরীয়তপুর-৩ আসনের ভোটের মাঠ ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জে আগামী নির্বাচনের হিসাব বেশ জটিল। এমনিতে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও দলটির ভেতরে রয়েছে কোন্দল। এর আগে তিনবার এই আসনে এমপি হলেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হয়নি নাহিম রাজ্জাককে। এবার মনোনয়ন পেতেই বাধার মুখে পড়তে পারেন এ নেতা। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল আউয়াল শামীমের সঙ্গে তাঁর বিরোধ এখন প্রকাশ্যে।
তিন উপজেলার হাটে-মাঠে-ঘাটে, চায়ের আড্ডায় সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে আগামী সংসদ নির্বাচন। আওয়ামী লীগের টিকিট কে পাবেন, তা নিয়েই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বেশি। তবে আওয়ামী লীগের সম্ভাব্য দু-চারজন মনোনয়নপ্রত্যাশী ছাড়া অন্য প্রার্থীদের এখনো ভোটের মাঠে চোখে পড়ার মতো তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।
এমপি নাহিম রাজ্জাক ছাড়া আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সিকদার গ্রুপের মালিক শিল্পপতি জয়নুল হক সিকদারের মেয়ে সংরক্ষিত আসনের
সংসদ সদস্য পারভীন হক সিকদার, জেলা কমিটির সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান (খোকা সিকদার), জেলা কমিটির সাধারণ সম্পাদক অনল কুমার দে এবং কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন।
দল নির্বাচনে গেলে বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী কারাবন্দী মিয়া নুরুদ্দিন অপু, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও শিল্পপতি সাঈদ আহমেদ আসলাম, সাবেক এমপি প্রয়াত কে এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেবের স্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ, জেলা কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি এবং গোসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ডা. এ এস কামাল উদ্দিন আহমেদ, জেলা কমিটির সাবেক সহসভাপতি শিল্পপতি শহিদুল হক লিটু সিকদার, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শিল্পপতি টিআইএম মহিতুল গনি মিন্টু সরদার।
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান উকিল এবং জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ম. ম. ওয়াসিম খোকন এবং চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট মানিক মিয়া এবং মুফতি ফেরদৌস আহমেদ মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
এমপি নাহিম রাজ্জাক বিভিন্ন সময় নিজ এলাকায় সরকারি ও ব্যক্তিগত সফর করেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসাধারণের মাঝে তুলে ধরেন। নাহিম রাজ্জাক মনে করেন, তাঁর বিকল্প আওয়ামী লীগের প্রার্থী এই আসনে এখন পর্যন্ত তৈরি হয়নি। তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী, আমার কর্মকাণ্ড মূল্যায়ন করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আবারও আমাকে মনোনয়ন দেবেন।’
পারভীন হক সিকদার এবং সৈয়দ আব্দুল আউয়াল শামীম মাঝেমধ্যে এলাকায় আসছেন। এলাকার মানুষদের সাহায্য-সহযোগিতা করছেন। গত দুর্গাপূজার সময় নিজ এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে নাহিম রাজ্জাকের সমর্থকদের হামলার শিকার হয়েছিলেন আব্দুল আউয়াল শামীম। এর মধ্য দিয়ে নাহিম ও শামীমের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে আব্দুল আউয়াল শামীম বলেন, ‘আমি মনোনয়নপ্রত্যাশী। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি সব সময় আওয়ামী লীগ ও নৌকার পক্ষে।’
বিএনপির মিয়া নুরুদ্দিন অপু গত নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন। গণসংযোগে গিয়ে নাহিম রাজ্জাকের কর্মীদের সশস্ত্র হামলার শিকার হন। গুরুতর জখম অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন থাকতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার আগেই গ্রেপ্তার করা হয় বিএনপির এই প্রার্থীকে।
পাঁচ বছর ধরে মিয়া নুরুদ্দিন অপু কারাগারে। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ নিলে কারাগার থেকেই এবারও তিনি দলের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন গোসাইরহাট উপজেলা বিএনপির সভাপতি তারিক আজিজ মোবারক ঢালী।
বিএনপির আরেক প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা বিএনপির নেই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমি দল থেকে মনোনয়ন চাইব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫