Ajker Patrika

জাবিতে দুর্নীতির বিরুদ্ধে শপথ

জাবি প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৩০
জাবিতে দুর্নীতির বিরুদ্ধে শপথ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিতর্ক প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। আয়োজনটি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়েস গ্রুপ।

অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান ইয়েস গ্রুপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণদের মধ্যে দুর্নীতি বিরোধী উদ্যম রয়েছে। ইতিপূর্বে তারা সেই উদাহরণ সৃষ্টি করেছে। স্বাধীনতাযুদ্ধ থেকেই বাংলাদেশের ইতিহাসে তারুণ্যের অবদান রয়েছে।’

শপথের পাশাপাশি ‘কেবল তারুণ্যেই পারবে দুর্নীতি রুখতে’ শিরোনামে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে চ্যাম্পিয়ন হয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও রানার্সআপ হয় বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। এ ছাড়া সেমিনার কক্ষের বাইরে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নাসরিন সুলতানা, সহকারী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, টিআইবি পরিচালক-সিভিক এনগেজমেন্ট ফারহানা ফেরদৌস ও ইয়েস গ্রুপ জাবির টিম লিডার সাদিকুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত