Ajker Patrika

ভুসিতে কাঠের গুঁড়া অভিযোগ খামারির

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৩: ৩৮
ভুসিতে কাঠের গুঁড়া  অভিযোগ খামারির

ঝিকরগাছায় বিভিন্ন কোম্পানির গোখাদ্য গমের ভুসিতে কাঠের গুঁড়া পাওয়া যাচ্ছে বলে খামারিরা অভিযোগ তুলেছেন।

তাঁরা বলছেন, এসব খাদ্য গরুতে খেতে চায় না। যা-ও একটু খায় তাতে গবাদিপশু অসুস্থ হয়ে পড়ছে। এমন অবস্থায় গরুর খামারিরা দুশ্চিন্তায় পড়েছেন।

উপজেলার ছুটিপুর গ্রামের খামারি সজ্জেল আলী বলেন, ‘গত শনিবার ছুটিপুর বাজারে শহীদ নামের একজনের দোকান থেকে চার কেজি গমের ভুসি কিনে নিয়ে আসি। পর দিন গরুকে খেতে দেওয়ার সময় বুঝতে পারি, সেগুলোতে অনেক কাঠের গুঁড়া মিশ্রিত রয়েছে।’

অবসরপ্রাপ্ত সরকারি এই কর্মচারী আরও বলেন, ‘বিষয়টি পরীক্ষা করতে পরের দিন একই দোকান থেকে অন্য বস্তার দুই কেজি ভুসি ক্রয় কিনে আনি। সেখানেও গমের ভুসির পরিবর্তে ধানের কুড়া পাওয়া গেছে। এ জন্য বেশ কয়েক দিন ধরে এসব ভুসি গরু খাচ্ছে না।’

দোকানি শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘আমি বাজারের পাইকার আয়ুব হোসেনের কাছ থেকে ভুসি কিনে খুচরা বিক্রয় করি। আমার নিজেরও ছয়টি গরু আছে।’

শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘গত কয়েক দিন ধরে আমার নিজের গরুও এ ভুসি মুখে তুলছে না। আমি সাধারণত দুটি কোম্পানির ভুসি বিক্রি করি। এত নামীদামি কোম্পানির পণ্যে যদি ভেজাল থাকে তাহলে আমার কিছু করার নেই।’

উপজেলা বল্লা গ্রামের গরু পালনকারী আব্দুল মমিন বলেন, ‘কিছুদিন ধরে চিকন ভুসি কিনলেই তাতে ভেজাল পাওয়া যাচ্ছে। এতে গরুর অসুখ বিসুখ বেড়ে গেছে।’

একই গ্রামের নাসির উদ্দিন বলেন, ‘আমি নতুন বস্তা খুলে দোকান থেকে ভুসি নিয়ে গিয়েছি। সেখানেও কুড়া পেয়েছি।’

উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘নামীদামি কোম্পানির পণ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমরা অসহায় হয়ে যাই। ভেজাল খাদ্যে গবাদিপশুর অসুখ বিসুখ বেড়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত