Ajker Patrika

পণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১২: ২৪
পণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা

ময়মনসিংহে সয়াবিন তেলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের পরও দাম নিয়ন্ত্রণে না আসায় ক্ষুব্ধ ক্রেতারা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে তাঁদের অভিযান অব্যাহত থাকবে। বাজার নিয়ন্ত্রণে তাঁরা সবার সহযোগিতা চান।

জানা গেছে, সয়াবিন তেলের সংকট নিরসনে গতকাল শুক্রবার ছুটির দিনেও সকাল থেকে বাজারে পৃথক অভিযানে নামেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ মেছুয়া বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা করেন তিনি।

অপর দিকে দুপুরে মেছুয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান পরিচালনা করেন তেলের দোকানে।

অভিযান চালিয়ে একটি দোকানের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা পুরোনো দামের ১৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেন। পরে সেগুলো আগের দামে বিক্রির ব্যবস্থা করা হয়। একই সঙ্গে বেশি লাভের আশায় পুরোনো তেল লুকিয়ে রাখার দায়ে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর বড় বাজার, ছোট বাজার ও মেছুয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেছুয়া বাজারের মেসার্স নগেন্দ্র পাল নামে একটি দোকানে গিয়ে দেখা যায়, ওই দোকানের বিভিন্ন স্থানে পুরোনো দামের সয়াবিন তেলের বোতল লুকিয়ে রাখা হয়। পরে দোকানটি থেকে ১৪ লিটার তেল উদ্ধার করে আগের দামেই ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। পরে ওই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তেলগুলো খোলা বাজারে বিক্রি করা হয়।

হাফিজ উদ্দিন নামে একজন ক্রেতা বলেন, সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। সব ধরনের চাপ গরিব মানুষের ওপর দিয়েই যায়। খেতে ধানের বাম্পার ফলন হলেও আমরা দাম পাচ্ছি না। ৫০০ টাকা থেকে ৬০০ টাকা মণ ধান বিক্রি করতে হচ্ছে। আমাদের উৎপাদন খরচেই উঠছে না। আর এদিকে ২১০ টাকা কেজি ধরেও বাজারে তেল পাওয়া যাচ্ছে না।

মেছুয়া বাজারের দোকানি হারিছ উদ্দিন বলেন, সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি রসুনে দাম বেড়েছে ২০ টাকা, পেঁয়াজে ১৫ টাকা, কাচা মরিচে ৩০ টাকাসহ সকল ধরনের পণ্যে দাম বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত