Ajker Patrika

স্মার্ট কার্ড হাতে হাতে, পোড়ানো হলো পুরোনো এনআইডি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৬: ৫৬
স্মার্ট কার্ড হাতে হাতে, পোড়ানো হলো পুরোনো এনআইডি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলাবাসীর হাতেহাতে পৌঁছে গেছে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড। এ কারণে পুরোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আগুনে পুড়িয়ে ফেলেছে উপজেলা নির্বাচন কার্যালয়। গত বৃহস্পতিবার বিকেলে গড়াই নদের চরে পুরোনো এসব জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে ফেলা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিনা আক্তার বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম উপজেলা বন বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আলামীন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমারখালীর যে সকল স্থায়ী নাগরিক তাদের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করেছে শুধু তাদের জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে।

আরও জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি উইং ২০১৬ সালের অক্টোবরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উপস্থাপনের কার্যক্রম শুরু করে। স্মার্ট কার্ডে একটি ইন্টিগ্রেটেড সার্কিট কার্ড (আইসিসি) সংযুক্ত আছে যা চিপ কার্ড নামেও পরিচিত। স্মার্টকার্ডে এ চিপ কার্ড মেশিনের সাহায্যে রিড করা যাবে। সেখানে নাগরিকের সব তথ্য সংরক্ষিত আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ইতিমধ্যে এর সুফল ভোগ করতে শুরু করেছে দেশের জনগণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত