Ajker Patrika

‘সরকার চায় খালেদা জিয়া ধুঁকে ধুঁকে মারা যাক’

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ৪৬
‘সরকার চায় খালেদা জিয়া ধুঁকে ধুঁকে মারা যাক’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণ–অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠন। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

এ সময় নেতারা বলেন, ‘সরকার চাইছে দেশে চিকিৎসা সেবা না পেয়ে সাবেক এ প্রধানমন্ত্রী ধুঁকে ধুঁকে মারা যাক। যদি খালেদা জিয়ার কিছু হয় এর দায় সরকারকেই নিতে হবে।’ বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:

চুয়াডাঙ্গা: দলীয় চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থার দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণ–অনশন করেছেন। গতকাল সকালে চুয়াডাঙ্গা সিনেমা হল পাড়ার সাহিত্য পরিষদ চত্বরে গণ–অনশন শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

গণ–অনশনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরিফুজ্জামান শরিফসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় নেতারা বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সরকার চাইছে দেশে চিকিৎসা সেবা না পেয়ে তিনি ধুঁকে ধুঁকে মারা যাক।

মাগুরা: একই দাবিতে জেলা বিএনপি গণ–অনশন পালন করে জেলার ভায়না মোড়ে দলটির কার্যালয়ে। কর্মসূচির শুরুতে কার্যালয়ের সামনে থেকে নেতা–কর্মীদের পুলিশ উঠিয়ে দেয় বলে অভিযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ। পরে কার্যালয়ের ভেতরে কর্মসূচি পালিত হয়।

সদর থানার উপপরিদর্শক হাছান জানান, জেলা বিএনপির পক্ষ থেকে গণ–অনশনের অনুমতি নেওয়া হয়নি।

রাজবাড়ী: খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে গতকাল জেলা বিএনপি কার্যালয়ের সামনে গণ–অনশন হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত