Ajker Patrika

লুসিকে দেখতে গেলেন আ.লীগ নেতারা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১০: ২৯
লুসিকে দেখতে গেলেন আ.লীগ নেতারা

মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবা দিয়ে অবদান রাখা বাংলাদেশ ও ব্রিটেনের দ্বৈত নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে দেখতে গিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। নগরীর বগুড়া রোডের অক্সফোর্ড মিশন সেন্ট অ্যানস হাসপাতালে গতকাল মঙ্গলবার বিকেলে লুসি হল্টকে দেখতে যান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও জেলার সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ দলীয় নেতা-কর্মীরা।

উল্লেখ্য, লুসি হল্ট গত বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে সিটি স্ক্যান করে ছোটখাট একটি স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ