Ajker Patrika

বিধি লঙ্ঘন করে কেন্দ্র পরিদর্শন মমতাজের

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২০: ৩০
বিধি লঙ্ঘন করে কেন্দ্র পরিদর্শন মমতাজের

মানিকগঞ্জের সিঙ্গাইরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত গাড়ি ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি ভোটকেন্দ্র পরিদর্শন করেন বলে জানা গেছে।

জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে মমতাজ বেগম চারিগ্রাম ইউনিয়নের ২৭ নম্বর চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যক্তিগত গাড়িতে আসেন। পরে তিনি ভোটকেন্দ্রের ভেতরে গিয়ে পরিদর্শন করেন এবং পোলিং এজেন্ট ও প্রার্থীর এজেন্টদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটগ্রহণ সম্পর্কে তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুররহমান শহিদ, সায়েদুল ইসলাম, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেওয়ান মো. রিপন হোসেনসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা।

সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, ‘আমি আমার জয়মণ্টপ ইউনিয়নে ভোট দিয়েছি। এরপর কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। ভোটার উপস্থিতি ভালো আছে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। কোথাও কোনো গোলমালের খবর পাওয়া যায়নি।’

আপনি সংসদ সদস্য হয়ে কেন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ভোট চাইতে আসিনি। শুধু ভোটকেন্দ্র ঘুরে দেখছি। যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে কি না।’

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের ভোটকেন্দ্র পরিদর্শনের নিয়ম নেই। একজন সংসদ সদস্য হিসেবে মমতাজ বেগম নিশ্চয়ই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিষয়টি জানার পর তাঁকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত