Ajker Patrika

কাউন্সিলর পেটানো সেই যুবলীগ নেতা কারাগারে

মোহনপুর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ১৪
কাউন্সিলর পেটানো সেই যুবলীগ নেতা কারাগারে

মোহনপুরের কেশরহাট পৌর কাউন্সিলর সাবের আলীকে পিটিয়ে জখমের মামলার প্রধান আসামি যুবলীগ নেতা সোহেল রানাকে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংলগ্ন কেশরহাট বাজারের ট্রাক সমিতির ভবন লাগোয়া ৮ শতাংশ জমি কিনে ব্যবসা করে আসছিলেন কাউন্সিলর সালের আলী। ওই জমির মধ্যে ফাঁকা পড়ে থাকা কিছু অংশ দখলের চেষ্টা করছিলেন পৌর যুবলীগের নেতা সোহেল রানা। তিনি ১৫ বছর পরের একটি দলিল দেখিয়ে মালিকানা দাবি করছিলেন। এরই জেরে ২১ মে সাবের আলীকে পিটিয়ে গুরুতর জখম করা হয়।

সুস্থ হওয়ার পর সাবের আলী আদালতে সোহেল রানাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। আদালত শুনানি শেষে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার হিসেবে গণ্য করার আদেশ দেন। মামলাটি এজাহারভুক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে কেশরহাট থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

পৌর কাউন্সিলর সাবের আলী বলেন, ‘ওই জমি আমি ১৫ বছর আগে মূল মালিকের কাছ থেকে কিনে ভোগদখল করে আসছিলাম। সোহেল রানা ওই জমির ১৫ বছর পরের একটি দলিল দেখিয়ে দখলের চেষ্টা করছে।’

এ বিষয়ে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, আসামি সোহেল রানাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত