Ajker Patrika

শ্রীপুরে ইউপি নির্বাচন নিয়ে সমন্বয় সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ৫৮
শ্রীপুরে ইউপি নির্বাচন নিয়ে সমন্বয় সভা

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে মাগুরার শ্রীপুরে নির্বাচনী আচরণবিধির ওপর এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত এ সমন্বয় সভায় জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়, উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ প্রমুখ। এ প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম আকরামের সঞ্চালনায় এ সমন্বয় সভায় উপজেলার ৮ ইউনিয়নের সকল চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য পদপ্রার্থীগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের ৮৮টি কেন্দ্রে ১,৩৮, ৮১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬৯,৩৩৬ জন পুরুষ ভোটার ৬৯,৪৮১ মহিলা ভোটার রয়েছেন। এ নির্বাচনে ২৭ জন চেয়ারম্যান, ৭৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২৬৬ জন সাধারণ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ নম্বর গয়েশপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত