Ajker Patrika

বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়ক বেহাল, ভোগান্তি

আরিফুল হক তারেক, মুলাদী
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫: ৪৪
বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়ক বেহাল, ভোগান্তি

মুলাদীতে বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেঙে গেছে মিয়ারচর-কুড়িরচর সড়কের বিভিন্ন অংশ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় মিয়ারচর এলাকার প্রায় তিন হাজার মানুষের ভোগান্তির শেষ নেই।

মিয়ারচর গ্রামটি নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অংশ। আড়িয়াল খাঁ নদ দিয়ে মূল ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন। এই গ্রামে প্রায় তিন হাজার মানুষের অধিকাংশই জেলে ও দরিদ্র। গ্রামের যারা পড়ালেখা করে, তাদের মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়, মিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা নদের পাড় হয়ে নাজিরপুর ইউনাইটেড কলেজে যেতে হয়।

গ্রামবাসীর জন্য কয়েক বছর আগে ওই ইউনিয়নের সংরক্ষিত সদস্য শায়লা শারমিন মিম্মু বিভিন্ন বরাদ্দ দিয়ে মিয়ারচর খোকন মাস্টারের বাড়ি থেকে কুড়িরচর পর্যন্ত মাটির রাস্তা তৈরি করেন। সড়কে ইট বসানো কিংবা পাকা না করার কারণে বৃষ্টি ও জোয়ারের পানিতে নষ্ট হয়ে গেছে। কয়েক স্থানে সাঁকো দিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা।

মিয়ারচর গ্রামের বাসিন্দা খোকন মাস্টার জানান, অনেক আগে নির্মাণ করা সড়কটি বিভিন্ন স্থানে ভেঙে গেছে। কোথাও কোথাও নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু এরপরও সংস্কার কিংবা পুনর্নির্মাণের উদ্যোগ নেই।

ওই গ্রামের জব্বার মাঝি বলেন, ‘আমরা মাছ ধরে জীবিকা নির্বাহ করি। এখন ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছি। কিন্তু রাস্তার যে অবস্থা তাতে ছেলেমেয়েদের স্কুল-কলেজে যেতে কষ্ট হয়।।’

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত সদস্য শায়লা শারমিন মিম্মু বলেন, ‘মিয়ারচর গ্রামের বাসিন্দাদের জন্য সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় বরাদ্দ দিয়ে সড়কটি নির্মাণ করা হয়েছিল। ভেঙে যাওয়ায় স্থানীয়রা দুর্ভোগের শিকার হচ্ছেন।’

নাজিরপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, ‘ইউনিয়নের কোনো এলাকা অবহেলিত থাকবে না। ভাঙা সড়কটি সংস্কারের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত