Ajker Patrika

অষ্টম শ্রেণির গণিত

মো. মনজুরুল হক মজুমদার
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ০৩
অষ্টম শ্রেণির গণিত

অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ‘এগারো অধ্যায়’ থেকে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

(গতকাল প্রকাশিত প্রথম অংশের পর)

23. 7, 12, 14, 12, 11, 7, 14, 10, 7, 14-এর প্রচুরক কোনটি?

ক) 7 ও 12 খ) 7 ও 14 গ) 12 ও 14 ঘ) 7 ও 11

24. উপাত্তগুলোর কতগুলো উপাত্ত কোন শ্রেণিতে পড়ে, তার সংখ্যাকে বলে–

ক) মধ্যক খ) গণসংখ্যা গ) শ্রেণি ব্যাপ্তি

ঘ) প্রচুরক

25. কোনো শ্রেণির গণসংখ্যা 5 এবং তার আগের দুই শ্রেণির গণসংখ্যা যথাক্রমে 6 ও 7 এবং পরের দুই শ্রেণির গণসংখ্যা যথাক্রমে 4 ও 5 হলে, ওই শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা কত?

ক) 9 খ) 13 গ) 14 ঘ) 18

26. 1, 5, 3, 2, 4, 9 উপাত্তগুলোর-

i. সর্বোচ্চ মান 9

ii. সর্বনিম্ন মান 1

iii. পরিসর 7

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

27. নিচের 50 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

প্রদত্ত উপাত্তটি–

i. বিন্যস্ত ii. অবিন্যস্ত

iii. এর মধ্যক 75

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের তথ্যের ভিত্তিতে (28-30) নম্বর প্রশ্নের উত্তর দাও:

কোনো এলাকায় 175 জন লোকের ওজনের (কেজিতে) গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

28. পঞ্চম শ্রেণির উচ্চসীমা কত?

ক) 35 খ) 36 গ) 40 ঘ) 41

29. দ্বিতীয় শ্রেণির মধ্যমান কত?

ক) 22 খ) 23 গ) 24 ঘ) 23

30. প্রদত্ত সারণির গড় কত?

ক) 34.23 খ) 32.23 গ) 30.23 ঘ) 28.23

উত্তর: 23.খ 24.খ 25. ঘ 26. ক 27. খ 28. গ 29. খ 30. গ।

লেখক: সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত