মো. মনজুরুল হক মজুমদার
অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ‘এগারো অধ্যায়’ থেকে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
(গতকাল প্রকাশিত প্রথম অংশের পর)
23. 7, 12, 14, 12, 11, 7, 14, 10, 7, 14-এর প্রচুরক কোনটি?
ক) 7 ও 12 খ) 7 ও 14 গ) 12 ও 14 ঘ) 7 ও 11
24. উপাত্তগুলোর কতগুলো উপাত্ত কোন শ্রেণিতে পড়ে, তার সংখ্যাকে বলে–
ক) মধ্যক খ) গণসংখ্যা গ) শ্রেণি ব্যাপ্তি
ঘ) প্রচুরক
25. কোনো শ্রেণির গণসংখ্যা 5 এবং তার আগের দুই শ্রেণির গণসংখ্যা যথাক্রমে 6 ও 7 এবং পরের দুই শ্রেণির গণসংখ্যা যথাক্রমে 4 ও 5 হলে, ওই শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা কত?
ক) 9 খ) 13 গ) 14 ঘ) 18
26. 1, 5, 3, 2, 4, 9 উপাত্তগুলোর-
i. সর্বোচ্চ মান 9
ii. সর্বনিম্ন মান 1
iii. পরিসর 7
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
27. নিচের 50 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:
প্রদত্ত উপাত্তটি–
i. বিন্যস্ত ii. অবিন্যস্ত
iii. এর মধ্যক 75
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের তথ্যের ভিত্তিতে (28-30) নম্বর প্রশ্নের উত্তর দাও:
কোনো এলাকায় 175 জন লোকের ওজনের (কেজিতে) গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:
28. পঞ্চম শ্রেণির উচ্চসীমা কত?
ক) 35 খ) 36 গ) 40 ঘ) 41
29. দ্বিতীয় শ্রেণির মধ্যমান কত?
ক) 22 খ) 23 গ) 24 ঘ) 23
30. প্রদত্ত সারণির গড় কত?
ক) 34.23 খ) 32.23 গ) 30.23 ঘ) 28.23
উত্তর: 23.খ 24.খ 25. ঘ 26. ক 27. খ 28. গ 29. খ 30. গ।
লেখক: সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ‘এগারো অধ্যায়’ থেকে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
(গতকাল প্রকাশিত প্রথম অংশের পর)
23. 7, 12, 14, 12, 11, 7, 14, 10, 7, 14-এর প্রচুরক কোনটি?
ক) 7 ও 12 খ) 7 ও 14 গ) 12 ও 14 ঘ) 7 ও 11
24. উপাত্তগুলোর কতগুলো উপাত্ত কোন শ্রেণিতে পড়ে, তার সংখ্যাকে বলে–
ক) মধ্যক খ) গণসংখ্যা গ) শ্রেণি ব্যাপ্তি
ঘ) প্রচুরক
25. কোনো শ্রেণির গণসংখ্যা 5 এবং তার আগের দুই শ্রেণির গণসংখ্যা যথাক্রমে 6 ও 7 এবং পরের দুই শ্রেণির গণসংখ্যা যথাক্রমে 4 ও 5 হলে, ওই শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা কত?
ক) 9 খ) 13 গ) 14 ঘ) 18
26. 1, 5, 3, 2, 4, 9 উপাত্তগুলোর-
i. সর্বোচ্চ মান 9
ii. সর্বনিম্ন মান 1
iii. পরিসর 7
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
27. নিচের 50 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:
প্রদত্ত উপাত্তটি–
i. বিন্যস্ত ii. অবিন্যস্ত
iii. এর মধ্যক 75
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের তথ্যের ভিত্তিতে (28-30) নম্বর প্রশ্নের উত্তর দাও:
কোনো এলাকায় 175 জন লোকের ওজনের (কেজিতে) গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:
28. পঞ্চম শ্রেণির উচ্চসীমা কত?
ক) 35 খ) 36 গ) 40 ঘ) 41
29. দ্বিতীয় শ্রেণির মধ্যমান কত?
ক) 22 খ) 23 গ) 24 ঘ) 23
30. প্রদত্ত সারণির গড় কত?
ক) 34.23 খ) 32.23 গ) 30.23 ঘ) 28.23
উত্তর: 23.খ 24.খ 25. ঘ 26. ক 27. খ 28. গ 29. খ 30. গ।
লেখক: সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫