Ajker Patrika

সিঙ্গাইরে রাতের অন্ধকারে কেটে ফেলে হলো ১০০ গাছ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ৫৫
সিঙ্গাইরে রাতের অন্ধকারে কেটে ফেলে হলো ১০০ গাছ

মানিকগঞ্জের সিঙ্গাইরে রাতের অন্ধকারে এক কৃষকের ১ বিঘা জমির আম ও মাল্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামকান্তাপুর গ্রামের কৃষক লিটন মিয়ার ফল বাগানে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

স্থানীয় বাসিন্দারা জানান, লিটন মিয়া ১ বিঘা জমিতে ৯০টি মাল্টা ও ১০টি আমের চারা রোপণ করেন। চলতি বছরে গাছগুলোর ফলন দেওয়ার সম্ভাবনা ছিল। গত সোমবার রাতে তা কে বা কারা কেটে ফেলে।

ভুক্তভোগী লিটন মিয়া বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শে শখের বশে বাগানটি করেছিলাম। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা বাগানটি ধ্বংস করে ফেলে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।

সিঙ্গাইর উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এতে বাগান মালিকের অনেক টাকা ক্ষতি হয়েছে।’

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা ‘এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত