Ajker Patrika

সাবেক ও বর্তমান মেয়রের সমর্থকের সংঘর্ষে আহত ১৫

বেড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২২, ১১: ১৫
সাবেক ও বর্তমান মেয়রের সমর্থকের সংঘর্ষে আহত ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র আ. বাতেন ও বর্তমান মেয়র আসিফ শামস রঞ্জনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার বৃশালিখা মহল্লার নৌবন্দর এলাকায় এ সংঘর্ষ হয়।

জানা গেছে, পৌর এলাকার বৃশালিখা নৌবন্দরকে কেন্দ্র করে সাবেক মেয়র আব্দুল বাতেন ও বর্তমান মেয়র আসিফ শামস রঞ্জনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আব্দুল বাতেন মেয়র থাকাবস্থায় বন্দর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন। গত পৌর নির্বাচনে ভাতিজা আসিফ শামস রঞ্জনের কাছে পরাজিত হন বাতেন। রঞ্জন মেয়র নির্বাচিত হয়ে বন্দরের নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়ে ওঠেন। আ. বাতেনের সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন রঞ্জনের অনুসারীরা। বৃহস্পতিবার বাতেনের অনুসারীরা প্রতিষ্ঠানের তালা খুলে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ সংঘর্ষ থামাতে গেলে আক্রমণের মুখে পড়ে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।

বেড়া থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সাবেক ও বর্তমান মেয়রের সমর্থকেরা বেশকিছু দিন হলো নানামুখী অপতৎপরতা চালাচ্ছেন। বৃহস্পতিবারের ঘটনায় উচ্ছৃঙ্খল সমর্থকেরা পুলিশের গাড়িতে হামলা চালালে পুলিশের চার সদস্য আহত হন। এ ঘটনায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত