Ajker Patrika

সদরে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩৫
সদরে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

বরিশাল নগরীতে সালেহা বেগম (৬৬) নামে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে নিজ বাসভবন ‘শুভ্র নীড়’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সালেহা বেগম ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক।

জানা গেছে, সালেহা বেগম সোনালী ব্যাংকে ২৫ বছর চাকরি করার পর তার প্রতিবন্ধী ছেলেকে দেখাশোনা করার জন্য ২০০৫ সালে স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন। এর পর থেকে তিনি পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে বসবাস করতেন।

গত দুদিন আগে তার মেয়ে সূচী ঢাকায় যান। গত রোববার বাসায় ফোন দিয়ে মাকে না পেয়ে পাশের বাসার বাসিন্দা হেলেনাকে ফোন করে খোঁজ নিতে বলেন। সকালে পাশের আরেক বাসিন্দা ব্যাংকার হাকিমকে সঙ্গে নিয়ে ওই বাসায় যান হেলেনা। পরে দেয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে জানালা দিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করেছে।ওসি আজিমুল করিম জানান, স্বাভাবিক মৃত্যু ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ