Ajker Patrika

বাবা-মেয়েকে পিটিয়ে জখম, দুজন আটক

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৫: ৪২
বাবা-মেয়েকে পিটিয়ে জখম, দুজন আটক

বরগুনায় পূর্বশত্রুতার জেরে বাবা মেয়েকে পিটিয়ে জখমের ঘটনায় বরগুনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে বরগুনার এম বালিয়াতলীর পাতাকাটা এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।

এর আগে গত মঙ্গলবার দুপুরে মালিকানাধীন দখলীয় জমিতে ঘর তুলতে গেলে বাবা মেয়েসহ মোট পাঁচজনকে পিটিয়ে জখম করে প্রতিপক্ষ। এদের মধ্যে সোহরাব হোসেন (৬৫) ও তার মেয়ে মোসা. লিপি বেগমকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার বরগুনা সদর থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মো. সোহরাব হোসেনের সঙ্গে একই এলাকার ইউনুস মৃধা গংদের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি সালিস বৈঠকে জমির বিরোধ নিষ্পত্তি হয়। গত মঙ্গলবার দুপুরে সোহরাব হোসেন তাঁর বাড়ির পাকের ঘর নির্মাণকাজ শুরু করলে রিন্টু মৃধা, তার দুই ছেলে তসলিম ও মুন্না মৃধাসহ তাদের আরও তিন চারজন সহযোগী লাঠিসোঁটা নিয়ে নির্মাণাধীন পাকের ঘর ভেঙে ফেলতে চেষ্টা করেন। এ সময় সোহরাব হোসেনের মেয়ে লিপি বেগম বাধা-দিতে চেষ্টা করলে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে রাখে। মেয়েকে বাঁচাতে বাবা সোহরাব হোসেন এগিয়ে এলে তাঁকেও লাঠিপেটা করে রিন্টু ও তাঁর ছেলেরা। একপর্যায়ে সোহরাব হোসেনের স্ত্রী মোসা. নাসিমা বেগমসহ পরিবারের আরও কয়েকজনকে মারধর করে চলে যায়। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিলেও গুরুতর আহত লিপি বেগম হাসপাতালে চিকিৎসাধীন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, এ ঘটনায় শনিবার বরগুনা সদর থানায় সোহরাব হোসেন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলার আসামি মুন্না মৃধা, ইউনুস মৃধা ও আবুল কালাম নামের তিনজনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত