Ajker Patrika

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর প্রাণ ঝরল সড়কে

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৯: ৩৩
লক্ষ্মীপুরে ব্যবসায়ীর প্রাণ ঝরল সড়কে

লক্ষ্মীপুর শহরের পুলিশ ফাঁড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় মো. বেলাল হোসেন নামের এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জের চরউভূতি এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

বেলাল হোসেনের মামাতো ভাই আবদুস সহিদ জানান, সন্ধ্যায় আদালতের সামনে থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন বেলাল হোসেন। পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মাথায় রক্তক্ষরণে বেলাল হোসেনের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, বেলাল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত দুই দিনে স্কুলশিক্ষার্থী ও দুই ব্যবসায়ীসহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরে তিনজনের মৃত্যু হয়। এর মধ্যে ভবানীগঞ্জে প্রথম শ্রেণির শিক্ষার্থী তাহসীন হোসেন ও রায়পুরের রাখালিয়ায় আরিফ হোসেন নামের এক ব্যবসায়ী রয়েছেন। গত বুধবার দুপুরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুশিক্ষার্থী তাহসীন এবং একই সময়ে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রাখালিয়া এলাকায় বাসের ধাক্কায় ব্যবসায়ী আরিফ হোসেন নিহত হন।

নিহত তাহসীন স্থানীয় চরমনসা গ্রামের রুহুল আমিনের ছেলে। গত বুধবার ভবানীগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ভর্তি হয় সে। নিহত আরিফ হোসেন পৌরশহরের দেনায়েতপুর এলাকার মোহাম্মদ মুন্না হোসেনের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত