Ajker Patrika

কেন্দ্র না ছাড়লে আটকের হুমকি দিল পুলিশ

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫: ১৪
কেন্দ্র না ছাড়লে আটকের হুমকি দিল পুলিশ

চৌদ্দগ্রামের জগন্নাথদিঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্র থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার চেষ্টা হয়েছে। এ সময় দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) চিরঞ্জীব বড়ুয়া সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, কেন্দ্র না ছাড়লে সাংবাদিকদের আটক করা হবে। গতকাল রোববার সকাল ৯টার দিকে ভোট গ্রহণ চলাকালে গাংরা আনোয়ারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত উপপরিদর্শক চিরঞ্জীব বড়ুয়া কুমিল্লার কোতোয়ালি থানায় কর্মরত রয়েছেন। ওই কেন্দ্রে থাকা কুমিল্লার অন্তত তিনজন সাংবাদিক জানান, সকাল ৯টার দিকে তাঁরা কেন্দ্রে যান। এ সময় একাধিক পুরুষ ও নারী প্রার্থী কেন্দ্রে পুলিশের সহযোগিতায় জালভোট চলছে বলে অভিযোগ করেন। এমন সময়ে উপপরিদর্শক চিরঞ্জীব সাংবাদিকদের দিকে তেড়ে এসে সব সাংবাদিককে কেন্দ্র ছাড়তে বলেন।

এতে সাংবাদিকেরা বলেন, তাঁরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণ করছেন। উপপরিদর্শকের কথায় কেন কেন্দ্র ছাড়বেন। সাংবাদিকেরা কেন্দ্রে থাকলে পুলিশের সমস্যা কোথায়। এরপর উপপরিদর্শক চিরঞ্জীব বড়ুয়া তাঁর সঙ্গীও পুলিশ সদস্যদের ডেকে বলেন,‘সাংবাদিকদের আটক করো।’ পরে বিষয়টি কুমিল্লার পুলিশ সুপারকে জানালে তিনি উপপরিদর্শক চিরঞ্জীবের সঙ্গে কথা বলেন।

এ সময় উপপরিদর্শক চিরঞ্জীব বলে ওঠেন, ‘আমি এসপি সাহেবের ডিউটি করছি। নির্বাচন কমিশনের নির্দেশনা মানার সময় নেই।’

এ প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ‘এখন ভোট গ্রহণ চলছে। আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। ভোট গ্রহণের পরে বিষয়টি দেখব।’

জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম বলেন, ‘আজকে তিনি (উপপরিদর্শক) নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছেন। দায়িত্বে থেকে তাঁর এমন কথা বলার কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত