Ajker Patrika

বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১১: ১৯
বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নগরীর টমছম ব্রিজ এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা। এ সময় বেশি দামে পণ্য বিক্রিসহ কয়েকটি অপরাধে ৩টি দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম ইসলাম এ তদারকি অভিযান পরিচালনা করেন।

অভিযানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সাইফুল স্টোরকে পাঁচ হাজার টাকা, দৃশ্যমান মূল্যতালিকা অনুযায়ী পণ্যর দাম বেশি রাখায় মেসার্স সিটি চালের আড়তকে চার হাজার টাকা এবং মেসার্স চৌধুরী ডিপার্টমেন্টাল স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্দেশনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা আবদুর রহিম ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যাতে কেউ পণ্যের অযাচিত দাম বাড়িয়ে বিক্রি না করতে পারেন। এ ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। অভিযানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা হালনাগাদ না করা ও দৃশ্যমান মূল্যতালিকা থেকে বেশি দাম রাখায় তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত