Ajker Patrika

অটোরিকশায় চাদর পেঁচিয়ে যাত্রীর মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১২: ৪৪
অটোরিকশায় চাদর পেঁচিয়ে যাত্রীর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার মোটরে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আবদুল হান্নান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের সামনের কুমিল্লা-মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত হান্নান উপজেলার চান্দলা ইউনিয়নের পদুয়া খামাচারা গ্রামের আবদুল আজিজের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল হান্নান অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে হঠাৎ আবদুল হান্নানের গায়ের চাদর চলন্ত অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই আবদুল হান্নানের গলায় চাদরের ফাঁস লেগে যায়।

এ সময় সঙ্গে থাকা স্ত্রী ও স্বজনরা হান্নানকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামী অটোরিকশার মাঝখানের আসনে বসা ছিলেন। আমি কোনো কিছু বুঝি নাই। হঠাৎ করেই আমার স্বামীর গলায় ফাঁস লাগে। চালক অটোরিকশা থামালে দেখি চাদর অটোরিকশার মোটরে পেঁচিয়ে গেছে।’

গতকাল রোববার বাদ জোহর পদুয়াখামাচারা জামে মসজিদ প্রাঙ্গণে আবদুল হান্নানের জানাজা হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত