Ajker Patrika

ট্রাকচাপায় তিনজন নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৫৬
ট্রাকচাপায় তিনজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জই নিহত হয়েছে দুজন।

গতকাল শনিবার শিবগঞ্জ উপজেলার কানসাটে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। গতকাল সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মো. হারুন আলী (২৬) ও সাহাবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী এলাকার রেনু বেগম (৫৩)। আহত ব্যক্তিরা হলেন আড়গাড়া হাট এলাকার অহিদুল ইসলাম ও আহমেদ আলী।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, পাইলিং মোড়ে জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক কানসাট থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। পরে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানিয়েছেন, নওগাঁর রাণীনগরে হাসপাতালে ভর্তি অসুস্থ স্বজনকে দেখতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক ব্যক্তি। উপজেলা হাসপাতাল গেটের সামনে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাম জয়েন উদ্দীন (৫৫)। এ সময় ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন আহত সাজ্জাদ হোসেন (৪৫)। তিনি দক্ষিণ রাজাপুর মিনাপাড়া গ্রামের বাসিন্দা। আহত সাজ্জাদকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়েন উদ্দীনের জামাতা সোহেব খন্দকার জানান, তাঁর শ্বশুর শুক্রবার রাতে রাণীনগর হাসপাতালে একজন আত্মীয়কে দেখতে যান। এরপর হাসপাতাল থেকে বের হয়ে গেটের সামনে রাণীনগর-নওগাঁ রাস্তার পাশে মোটরসাইকেলে বসেছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জয়েন উদ্দীন নিহত হন।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করে সদর থানায় নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ