Ajker Patrika

চুরির তালিকায় গরু, সেচের শ্যালে মেশিন, চালের বস্তা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৮: ২৪
চুরির তালিকায় গরু, সেচের শ্যালে মেশিন, চালের বস্তা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মিটার চুরির পর এবার বেড়েছে গরু, সেচের শ্যালো মেশিন, নলকূপের মাথা, অটো ভ্যান ও চালের বস্তা চুরি। গত ফেব্রুয়ারি মাসে উপজেলায় সব মিলিয়ে ১৩টি চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাতে নজরদারি ঠিকমতো না থাকার কারণে এ চুরির ঘটনা ঘটছে।

উপজেলার কয়েলগাতী, কর্ণসূতি, হায়দারপুর, গোপালপুর ও জামতৈলসহ বেশ কয়েকটি এলাকা থেকে এ চুরির ঘটনা ঘটেছে বলে বলে জানা গেছে। অভিযোগকারীদের হিসাবে ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে ১৩টি চুরির ঘটনা ঘটেছে।

তবে চুরির ঘটনায় দুয়েকজন ছাড়া কেউ থানায় কোনো অভিযোগ করেননি। তাঁরা বলছেন থানায় চুরির ঘটনায় অভিযোগ করলে কোনো কাজে আসে না।

উপজেলার কয়েলগাতী গ্রামের আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার দিবাগত রাতে সেচের শ্যালো মেশিন চুরি হয়েছে। তাঁর শ্যালো মেশিন দিয়ে প্রায় ২০ বিঘা জমিতে সেচ দিতেন। শ্যালো মেশিন চুরি হওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছেন তিনি।

আব্দুর রহমান আরও বলেন, তাঁদের এলাকা থেকে আরও বেশ কিছুদিন আগে হাছেন আলীর প্রায় ৪০ হাজার টাকা দামের অটো ভ্যান চুরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতে নজরদারি ঠিকমতো দিচ্ছেন না। প্রশাসন যদি জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এ চুরি রোধ করা কঠিন হবে।

এ ছাড়া শাহজাহান আলীর ৩টি গরু চুরি হয়েছে। যার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। জুয়েল রানা ও ইদ্রিসের বাড়ি থেকে নলকূপের মাথা চুরি হয়েছে বলেও তিনি জানায়।

জামতৈল পূর্ব বাজারের চাল ব্যবসায়ী মো. আব্দুল হান্নান ও হাসান আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের দোকান থেকে ৭৭ প্যাকেট অর্থাৎ ৩ হাজার ৫৮০ কেজি চাল চুরি হয়েছে। তাঁদের ধারণা গত রোববার গভীর রাতে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। চাল চুরি বিষয়টি নিয়ে দুই দিন পরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও তারা জানায়।

তবে এ বিষয়ে কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।’

এ বিষয়ে কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত