Ajker Patrika

পোস্টারে ছেয়ে গেছে শহর

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ০২
পোস্টারে ছেয়ে গেছে শহর

চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী আমেজ। নির্বাচন ঘিরে শহর ছেয়ে গেছে পোস্টারে। শহরের অলিগলি, পাড়া-মহল্লায় প্রার্থীদের পোস্টার টাঙানো হয়েছে।

প্রচারের শেষ মুহূর্তে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

সরেজমিনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। গণসংযোগ চালিয়ে সঙ্গে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ইউপির বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা, চায়ের দোকানে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। প্রতিটি গ্রামের অলিগলিতে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। সব মিলিয়ে নির্বাচনী উৎসবে জমে উঠেছে।

সেই সঙ্গে ভোটারদের মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ। উপজেলার ১২টি ইউপিতে জয় পেতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র প্রার্থীরাও।

কয়েকজন তরুণ ভোটার জানান, নির্বাচনী পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে এলাকা। এ যেন এক উৎসবের আমেজ।

একাটুনা ইউনিয়নের ভোটার সুয়েল মিয়া জানান, চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত দিন ভোটারদের বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন।

চাঁদনীঘাট ইউনিয়নের ভোটার রহমান ও আকলিমা খাতুন জানান, প্রচারের শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে গণসংযোগ চালাচ্ছেন। ছুটে চলেছেন ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে। ভোটারদের খোঁজ খবর নেওয়াসহ করছেন কুশল বিনিময়ও।

সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান আবু সুফিয়ান তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, ‘আমি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি, আমি আশাবাদী ভোটাররা আমার পক্ষেই রায় দেবেন।’

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা সদরের ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন ও স্বতন্ত্র ৪৫ জন। এ ছাড়াও সংরক্ষিত সদস্য পদে ১৩৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪২২ জনসহ মোট ৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘২০,২১ ও ২২ ডিসেম্বর সদর উপজেলায় প্রিসাইডিং ও পোলিং অফিসারদের ট্রেনিং দেওয়া হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোটের ব্যাপারে আমরা আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত