Ajker Patrika

পাহাড় কেটে জরিমানা গুনল এরাবিয়ান করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ০৮
পাহাড় কেটে জরিমানা গুনল এরাবিয়ান করপোরেশন

পাহাড় কাটার দায়ে চট্টগ্রামের এরাবিয়ান করপোরেশনের মালিক হাজি মো. নুরুল ইসলামকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে তাঁকে এই দণ্ড দেওয়া হয়।

এরাবিয়ান করপোরেশন নগরীর জিইসি এলাকার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিপরীত পাশে দক্ষিণ দিকে ২০ হাজার ঘনফুট পাহাড় কেটেছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, পরিদর্শনে পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে শুনানিতে ডাকা হয়। এতে প্রতিষ্ঠানটির প্রতিনিধি পাহাড় কাটার দায় স্বীকার করেন। যে কারণে প্রতিষ্ঠানটির মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নুরুল্লাহ নুরী আরও বলেন, জরিমানার ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। বাকি ৫ লাখ টাকা আগামীকালের (আজ) মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার সত্যতা পান। এরাবিয়ান করপোরেশন স্কেভেটর ব্যবহার করে পাহাড় কাটছিল। যে কারণে সামান্য বৃষ্টি হলেই ওই এলাকায় পাহাড়ধসের শঙ্কা দেখা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত