Ajker Patrika

পাঁচ জেলায় জরিমানা গুনলেন ১৯ ব্যবসায়ী

আজকের পত্রিকা ডেস্ক
পাঁচ জেলায় জরিমানা গুনলেন ১৯ ব্যবসায়ী

পাঁচ জেলায় বাজার তদারকির অভিযানে ১৯ ব্যবসায়ীকে বিভিন্ন অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: 

খুলনা: খুলনা সিটি করপোরেশন গতকাল নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৭ ব্যবসায়ীকে সাড়ে ২৭ টাকা জরিমানা করা হয়েছে। 

জানা গেছে, নগরীর লোয়ার যশোর রোডের ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে বিরিয়ানি ঘরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিভিন্ন অপরাধে মাহবুবকে এক হাজার টাকা, ফল বিক্রেতা হীরক মল্লিক ও মিজানকে পাঁচ হাজার করে, ফাস্টফুড দোকান মালিক টিপু সুলতানকে এক হাজার এবং নিউমার্কেট কাঁচা বাজারের ফল বিক্রেতা আতিয়ার রহমানকে পাঁচ হাজার ও মো. বেলাল হোসেনকে পাঁচ শ টাকা জরিমানা করা হয়। 

কর্ণফুলী: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গতকাল অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সিরাজদিখান: মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩ দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই অভিযান চালান।

বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে মূল্যতালিকা না টানানো ও পণ্যের গায়ে দাম লেখা না থাকায় ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চাটমোহর: পাবনার চাটমোহরে  নানা অপরাধে পৌর সদরের পুরোনো বাজারের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনী এই অভিযান চালান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত