Ajker Patrika

‘দেশে দিন দিন ধনী-গরিবের বৈষম্য বাড়ছে’

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১: ৩৪
‘দেশে দিন দিন ধনী-গরিবের বৈষম্য বাড়ছে’

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং জয়পুরহাট জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শহরে মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মিছিল বের করা হয়।

জয়পুরহাট জেলা কার্যালয় থেকে বের করা মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাঁচুরমোড়ে এসে শেষ হয়।

এরপর বাসদের জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তব্য দেন বাসদের জেলা কমিটির সদস্য উৎপল দেবনাথ, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি’। তাঁরা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে এসে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হতে বসেছে। দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হচ্ছেন মানুষ। শোষণমূলক রাষ্ট্রব্যবস্থায় দেশে দিন দিন ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা থেকে শপথ নিয়ে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত