কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে শুরু হয়েছে নারীদের হকি প্রশিক্ষণ। উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে ৩০ নারী এ হকি প্রশিক্ষণ নিচ্ছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন স্কুল থেকে বাছাই করা কিশোরীদের নিয়ে এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়। যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ হকি প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করে।
প্রশিক্ষণে অংশে নেওয়া কিশোরীদের স্বপ্ন, একদিন তারা হকিতে বিশ্ব জয় করবে।
যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নারীদের এই হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এসব নারী খেলোয়াড়রা এ বিদ্যালয়ের মাঠ থেকেই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পর্যায়ে খেলা করে খ্যাতি ও পুরস্কার অর্জন করেছে। ইতিমধ্যে ৪ নারী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নিয়েছে।
তাঁরা হলেন উপজেলার ইমাননগর গ্রামের মুক্তা খাতুন, বেলকাটি গ্রামের লিমা খাতুন, ব্যাসডাঙ্গা গ্রামের সোনিয়া খাতুন ও গড়ভাঙ্গা গ্রামের লিমা আক্তার। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমানবাহিনীর নারী হকি দলে তাঁরা চারজনই সুযোগ পেয়েছে।
গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার আব্দুল আহাদ আল বাহার।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সিদ্ধার্থ বসু প্রমুখ।
মাসব্যাপী নারী খেলোয়াড়দের হকি প্রশিক্ষণ দেবেন যশোর জেলা হকি প্রশিক্ষক হাসান রনি, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, জাতীয় দলের হকি খেলোয়াড় লিমা খাতুন ও প্রশিক্ষক নাজনীন শশী মাপ্তি।
ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষক শহিদুল ইসলাম বলেন, যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ৩০ জন নারীকে হকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ মাঠে নারীদের হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
এ মাঠে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নেওয়া মুক্তা ও লিমা খাতুন জানান, তাঁরাই প্রথম ২০১৬ সালে এ বিদ্যালয়ের মাঠে হকি খেলেছেন এবং ২০১৯ সালের প্রথম জাতীয় নারী হকি দল গঠন করলে তাঁরা চারজন জায়গা করে নেন। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমানবাহিনীর নারী হকি দলেও তাঁরা চারজন সুযোগ পেয়েছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় হকি দলে সুযোগ পাব এটা কখনো ভাবেননি।
তাঁরা আরও বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে এএইচএফ কাপ টুর্নামেন্টে আমরা (বাংলাদেশ) ২-০ গোলের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করি। দিনটি এখনো স্মরণীয় হয়ে আছে।
যশোরের কেশবপুরে শুরু হয়েছে নারীদের হকি প্রশিক্ষণ। উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে ৩০ নারী এ হকি প্রশিক্ষণ নিচ্ছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন স্কুল থেকে বাছাই করা কিশোরীদের নিয়ে এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়। যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ হকি প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করে।
প্রশিক্ষণে অংশে নেওয়া কিশোরীদের স্বপ্ন, একদিন তারা হকিতে বিশ্ব জয় করবে।
যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নারীদের এই হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এসব নারী খেলোয়াড়রা এ বিদ্যালয়ের মাঠ থেকেই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পর্যায়ে খেলা করে খ্যাতি ও পুরস্কার অর্জন করেছে। ইতিমধ্যে ৪ নারী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নিয়েছে।
তাঁরা হলেন উপজেলার ইমাননগর গ্রামের মুক্তা খাতুন, বেলকাটি গ্রামের লিমা খাতুন, ব্যাসডাঙ্গা গ্রামের সোনিয়া খাতুন ও গড়ভাঙ্গা গ্রামের লিমা আক্তার। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমানবাহিনীর নারী হকি দলে তাঁরা চারজনই সুযোগ পেয়েছে।
গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার আব্দুল আহাদ আল বাহার।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সিদ্ধার্থ বসু প্রমুখ।
মাসব্যাপী নারী খেলোয়াড়দের হকি প্রশিক্ষণ দেবেন যশোর জেলা হকি প্রশিক্ষক হাসান রনি, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, জাতীয় দলের হকি খেলোয়াড় লিমা খাতুন ও প্রশিক্ষক নাজনীন শশী মাপ্তি।
ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষক শহিদুল ইসলাম বলেন, যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ৩০ জন নারীকে হকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ মাঠে নারীদের হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
এ মাঠে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নেওয়া মুক্তা ও লিমা খাতুন জানান, তাঁরাই প্রথম ২০১৬ সালে এ বিদ্যালয়ের মাঠে হকি খেলেছেন এবং ২০১৯ সালের প্রথম জাতীয় নারী হকি দল গঠন করলে তাঁরা চারজন জায়গা করে নেন। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমানবাহিনীর নারী হকি দলেও তাঁরা চারজন সুযোগ পেয়েছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় হকি দলে সুযোগ পাব এটা কখনো ভাবেননি।
তাঁরা আরও বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে এএইচএফ কাপ টুর্নামেন্টে আমরা (বাংলাদেশ) ২-০ গোলের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করি। দিনটি এখনো স্মরণীয় হয়ে আছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫