শাহীন রহমান, পাবনা
ভাঙ্গায় দিন দিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। এদের মধ্যে অটোরিকশা ও ভ্যানচালকের সংখ্যাই বেশি। ৪০ থেকে ৫০ হাজার টাকা বিনিয়োগ করে অটো নিয়ে তারা নেমে যাচ্ছে সড়ক-মহাসড়কে। অনেকেই নেই লাইসেন্স। ভাঙ্গার বিভিন্ন আঞ্চলিক সড়কে প্রতিদিন এসব অযোগ্য চালকদের জন্য ঘটছে দুর্ঘটনা।
উপজেলার তুজারপুর, মালিগ্রাম, কাউলিবেড়া, পুলিয়া, পুখুরিয়া, মুনসুরাবাদ ও ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক এবং আঞ্চলিক সড়কে শিশু শ্রমিকদের দেখা মেলে। এদের মধ্যে ১৩ থেকে ১৫ বছরের শিশুদের সংখ্যাই বেশি। হামিরদী বাসস্ট্যান্ডের এক শিশু ভ্যান চালক (১৩) বলে, আমার বাবা শয্যাশায়ী। তিনি আগে ভ্যান চালাতেন। করোনার সময়ে অসুস্থ হয়ে পড়েন। তখন থেকে আমি আব্বার ভ্যান নিয়ে রাস্তায় নেমে আসি। আমি একটি স্কুলে পড়তাম। আব্বার ওষুধের টাকা এবং পরিবারের খরচ মিটানো এখন আমার দায়িত্ব।’
পুরব সদরদী এলাকার ভ্যানচালক (১৪) বলে, ‘অভাবে পড়ে সংসারের হাল ধরার জন্য এ পেশায় এসেছি। বাবার একার আয়ে সংসার চলে না।’
ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম বলেন, করোনার সময়ে কাজ না থাকায় ছোট পরিবারগুলো পুঁজি শেষ করে ফেলেছে। ফলে উপায় না পেয়ে কিংবা ঋণের টাকার কিস্তি শোধ করার জন্য দরিদ্র পরিবারের শিশুরা শ্রমে নিয়োজিত হয়েছে। এদের আগের অবস্থায় ফিরিয়ে আনা দরকার।
উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার ইলা রানী কুন্ডু বলেন, আমরা বিষয়টি জেনেছি। করোনার সময়ে স্কুল বন্ধ থাকায় কেউ কেউ শিশুশ্রমে জড়িয়ে পড়েছে। আমরা ওই শিশুদের চিহ্নিত করে তাদের মা-বাবাকে বোঝাব, যাতে শিশুরা ভ্যান চালানো বা অন্য কোনো কাজ না করে আবার শিক্ষাপ্রতিষ্ঠানেফিরে আসে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, করোনার সময়ে অনেকে কর্মহীন হয়ে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাঁটাই হওয়ায় এ সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা স্কুল ভিত্তিক তথ্য সংগ্রহ করে ঝরেপড়া শিশুদের ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করেছি।
ভাঙ্গায় দিন দিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। এদের মধ্যে অটোরিকশা ও ভ্যানচালকের সংখ্যাই বেশি। ৪০ থেকে ৫০ হাজার টাকা বিনিয়োগ করে অটো নিয়ে তারা নেমে যাচ্ছে সড়ক-মহাসড়কে। অনেকেই নেই লাইসেন্স। ভাঙ্গার বিভিন্ন আঞ্চলিক সড়কে প্রতিদিন এসব অযোগ্য চালকদের জন্য ঘটছে দুর্ঘটনা।
উপজেলার তুজারপুর, মালিগ্রাম, কাউলিবেড়া, পুলিয়া, পুখুরিয়া, মুনসুরাবাদ ও ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক এবং আঞ্চলিক সড়কে শিশু শ্রমিকদের দেখা মেলে। এদের মধ্যে ১৩ থেকে ১৫ বছরের শিশুদের সংখ্যাই বেশি। হামিরদী বাসস্ট্যান্ডের এক শিশু ভ্যান চালক (১৩) বলে, আমার বাবা শয্যাশায়ী। তিনি আগে ভ্যান চালাতেন। করোনার সময়ে অসুস্থ হয়ে পড়েন। তখন থেকে আমি আব্বার ভ্যান নিয়ে রাস্তায় নেমে আসি। আমি একটি স্কুলে পড়তাম। আব্বার ওষুধের টাকা এবং পরিবারের খরচ মিটানো এখন আমার দায়িত্ব।’
পুরব সদরদী এলাকার ভ্যানচালক (১৪) বলে, ‘অভাবে পড়ে সংসারের হাল ধরার জন্য এ পেশায় এসেছি। বাবার একার আয়ে সংসার চলে না।’
ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম বলেন, করোনার সময়ে কাজ না থাকায় ছোট পরিবারগুলো পুঁজি শেষ করে ফেলেছে। ফলে উপায় না পেয়ে কিংবা ঋণের টাকার কিস্তি শোধ করার জন্য দরিদ্র পরিবারের শিশুরা শ্রমে নিয়োজিত হয়েছে। এদের আগের অবস্থায় ফিরিয়ে আনা দরকার।
উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার ইলা রানী কুন্ডু বলেন, আমরা বিষয়টি জেনেছি। করোনার সময়ে স্কুল বন্ধ থাকায় কেউ কেউ শিশুশ্রমে জড়িয়ে পড়েছে। আমরা ওই শিশুদের চিহ্নিত করে তাদের মা-বাবাকে বোঝাব, যাতে শিশুরা ভ্যান চালানো বা অন্য কোনো কাজ না করে আবার শিক্ষাপ্রতিষ্ঠানেফিরে আসে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, করোনার সময়ে অনেকে কর্মহীন হয়ে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাঁটাই হওয়ায় এ সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা স্কুল ভিত্তিক তথ্য সংগ্রহ করে ঝরেপড়া শিশুদের ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করেছি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫