Ajker Patrika

নেছারাবাদে সেতু ভেঙে খালে, পারাপারে দুর্ভোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ০৯: ২৫
নেছারাবাদে সেতু ভেঙে খালে, পারাপারে দুর্ভোগ

পিরোজপুরের নেছারাবাদের কালিবাড়ী খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে গেছে। এতে সুটিয়াকাঠি ও সোহাগদল দুই ইউনিয়নের হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বিকল্প না থাকায় খেয়া দিয়ে পারাপার করছেন দুই পাড়ের বাসিন্দা। দ্রুত সেতুটি মেরামত করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, ১০ মার্চ অয়ন-১ নামে একটি বালুবোঝাই জাহাজ সেতুটিকে সজোরে ধাক্কা দিলে খালের মধ্যে হেলে পড়ে। তার আট দিনের মাথায় গত শুক্রবার দুপুরে হেলে পড়া সেতুটি সুটিয়াকাঠির বালিহারি গ্রামের খালের উত্তর পাড় থেকে অর্ধেকের বেশি অংশ ভেঙে পানিতে পড়ে যায়।

সরেজমিন জানা গেছে, উপজেলার বৃহৎ দুই ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম কালিবাড়ি খালের ওই আয়রন সেতু। এলজিইডির অর্থায়নে নির্মিত ওই সেতুর ওপর দিয়ে প্রতিদিন দুই ইউনিয়নের মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা পারাপার করত। সেতুর দুই পাড়েই রয়েছে ডকইয়ার্ড, মাদ্রাসা ও প্রাইমারি স্কুল। বর্তমানে সেতুটি ভেঙে পড়ায় খেয়ায় পারাপার করছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। এতে বেশি সমস্যায় পড়েছে স্কুলগামী ছোট শিক্ষার্থীরা।

স্থানীয় ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেন, সেতুটি ভেঙে যাওয়ার সময় স্থানীয় লোকজন জাহাজটি আটকে রাখে। তখন সোহাগদল ইউনিয়ন চেয়ারম্যান এবং সুটিয়াকাঠি ইউনিয়ন চেয়ারম্যান সেতুটি ঠিক করে দেওয়ার জন্য জাহাজ মালিককে চাপ দেন। এতে তাঁরা হেলে পড়া সেতুটি মেরামত করে দেওয়ার জন্য রাজিও হন। পরে আর সেতুটি ঠিক করে দেননি। সেতুটি মেরামত না করেই জাহাজটি নিয়ে যান।

এ বিষয়ে সুটিয়াকাঠি ইউনিয়ন চেয়ারম্যান অসীম বলেন, আমি এবং রশিদ চেয়ারম্যান বলেছিলাম সেতুটি জাহাজ কর্তৃপক্ষ ঠিক করে দেবে। কোনো জরিমানা করা হবে না। যত দিন পর্যন্ত সেতু ঠিক না হবে তত দিন জাহাজ আটকা থাকবে। বালুবোঝাই জাহাজ যখন খালি হয়। তখন বলা হলো এখন জাহাজ পাহারা কে দেবে। তখন আবার সিদ্ধান্ত হয় উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ফুয়াদের কাছে চেক জমা দিয়ে সেতুর কাজ শুরু করতে হবে। জাহাজ মালিক যখন লোক ঠিক করে কাজ শুরু করার প্রক্রিয়া শুরু করে। ঠিক তখন রশিদ চেয়ারম্যান এসে বলেন, চেকে জমা দিলে হবে না। ক্যাশ টাকা জমা দিতে হবে। তখন জাহাজ মালিক নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জাহাজ নিয়ে চলে যান।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন বলেন, সেতুটি ঠিক করে দেওয়া হবে। উপজেলা প্রকৌশলীর সঙ্গে জাহাজ কর্তৃপক্ষের কথা হয়েছে। সেতুটি ঠিক করতে যে পরিমাণ টাকা দরকার তাঁদের কাছ থেকে সে পরিমাণ টাকা রাখা হয়েছে। এবং খুব শিগগিরই জনগণের জন্য সেতুটি ঠিক করে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত