Ajker Patrika

‘ভূমি বিরোধ নিষ্পত্তিতে গতিশীলতা আনা হয়েছে’

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৪: ১৬
‘ভূমি বিরোধ নিষ্পত্তিতে গতিশীলতা আনা হয়েছে’

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ল‍্যান্ড কমিশন) চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক বলেছেন, ‘নানা সমস‍্যা সত্ত্বেও ল‍্যান্ড কমিশন তার নির্ধারিত বিধি মোতাবেক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে করোনা পরিস্থিতির কারণে কিছুদিন কমিশনের কার্যক্রম চালানো যায়নি। এখন আবার কার্যক্রমে গতিশীলতা আনা হয়েছে। শিগগিরই কমিশনের বৈঠক করা হবে।’

গতকাল রোববার দুপুরে কমিশনের বান্দরবান শাখা কার্যালয়ে দাপ্তরিক কাজে এসে বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে কমিশন চেয়ারম্যান বলেন, পার্বত‍্য চুক্তি অনুযায়ী পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়। তবে শুরু থেকে কমিশন নানা সমস্যায় পড়ে। পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা নিয়ে কমিশনকে কাজ করতে হচ্ছে। তাই কমিশনকে ধীরভাবে এগোতে হচ্ছে, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়।

বিচারপতি আনোয়ারউল হক বলেন, গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে কমিশনের কাজ করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতির উন্নয়ন হওয়ায় কমিশন আবারও কার্যক্রম পুরোদমে শুরু করেছে। পর্যায়ক্রমে তিন পার্বত্য জেলা পরিদর্শন করে কমিশনের সদস্য, ভূমি বিরোধে সংশ্লিষ্ট পক্ষ এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই কমিশন সিদ্ধান্ত নেবে। তাই কমিশনকে যুক্তিসংগতভাবে এগোতে হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশন সদস্য ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক‍্যশৈহ্লা, কমিশনের নিবন্ধক (রেজিস্ট্রার) মো. নেজাম উদ্দিন, কমিশনের শাখা কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাহাব উদ্দিন ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত