Ajker Patrika

টঙ্গীবাড়িতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

টঙ্গীবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ১৬
টঙ্গীবাড়িতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ আক্তার হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এইচএসসির ফরম পূরণ বাবদ ৫ হাজার টাকা, বেতন বৃদ্ধি, উপবৃত্তির টাকা না দিয়ে তালবাহানা, অসৌজন্যমূলক আচরণ ও দুর্নীতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

গতকাল শনিবার বেলা ১১টায় কলেজে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীরা  অধ্যক্ষের অপসারণ দাবি করে কলেজ মাঠে বিক্ষোভ মিছিল করে।

বালিগাঁও আমজাদ আলী কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন জানান, ‘এইচএসসি ফরম পূরণ বাবদ বোর্ড ফি ১ হাজার ৭০ টাকা হলেও প্রিন্সিপাল স্যার আমাদের কাছে ৩ হাজার ৭০ টাকা দাবি করেন। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।’

অন্যদিকে প্রিন্সিপাল আক্তার হোসেন কলেজের ১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের মামলায় ৬ বছর পলাতক থেকে ২০২০ সালে আবার কলেজে যোগদান করেন।

ওই মামলার বাদী কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সুলতান খান জানান, অধ্যক্ষ দুর্নীতি মামলার আসামি হয়ে ৬ বছর পলাতক থেকে আদালত থেকে জামিন নিয়ে আইনের ফাঁকফোকরে কলেজে আবার যোগদান করে অনিয়ম শুরু করেছেন।

কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হাজী দুলাল জানান, শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, ফরম পূরণ চার্জ বেশি নেওয়ার বিষয়টি আমার জানা নাই।

কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন বেতন থাকায় বেতন পরিশোধ করতে বলা হয়। আমি নীতির বাইরে কোনো কাজ করিনি। ফরম পূরণ বাবদ শুধু বোর্ড ফি নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, দায়ীদের শনাক্ত করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ৫০০ টাকা, প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক

ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করল বিটকয়েন

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথে ছাত্রকে সহপাঠীদের পিটুনি, মধ্যরাতে উদ্ধার করল পুলিশ

ইউরোপের সুন্দর দেশ এস্তোনিয়ায় স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত