Ajker Patrika

সড়কবাতির পরীক্ষা শেষ চলছে ফলক নির্মাণকাজ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২২, ১৮: ৪১
সড়কবাতির পরীক্ষা শেষ চলছে ফলক নির্মাণকাজ

পদ্মা সেতুর সব সড়কবাতির পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৪ জুন শুরু করে গতকাল শুক্রবার সন্ধ্যায় পদ্মা সেতুর মোট ৪১৫টি সড়কবাতির ধাপে ধাপে পরীক্ষা শেষ করা হয়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ (শুক্রবার) পদ্মা সেতুর মাওয়া আপস্ট্রিমে ৪০টি ও সেতুর নর্থ ভায়াডাক্টে ২২টি মিলিয়ে মোট ৬২টি সড়কবাতির পরীক্ষা করা হয়। গত ছয় দিনে ধাপে ধাপে ৩৫৩টি সড়কবাতির পরীক্ষা করা হয়েছিল। তবে সব কটি সড়কবাতি আগামী বুধবার একসঙ্গে জ্বালিয়ে পরীক্ষা করা হতে পারে।’

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এখন সেতুর শেষ মুহূর্তের কিছু কাজ করছেন প্রকৌশলীরা। এর অংশ হিসেবে ৪ জুন সেতুর মডিউল ২ ও ৩-এর সড়কবাতি জ্বালিয়ে পরীক্ষা করেন প্রকৌশলীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পদ্মা সেতুর মূল সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে গত মাসে। যানবাহন চলাচলের জন্য সেতুটি প্রস্তুত হওয়ায় আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে। এরপরই সেতুটি সম্পূর্ণ প্রস্তুত করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য ম্যুরাল ও ফলক নির্মাণের কাজ চলছে মাওয়া ও জাজিরা প্রান্তে। তার পাশে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করতে ফোয়ারা ও ইলিশের ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। ট্রাকের ওজন পরিমাপ করার জন্য ওজন স্কেল নির্মাণ করা হচ্ছে।

এদিকে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ‘সড়কবাতির পাশাপাশি পদ্মা সেতুর সৌন্দর্যবর্ধনের জন্য সেতুতে ব্যবহার করা হবে আর্কিটেকচার লাইট। তবে আর্কিটেকচার লাইটের কোনো কাজ এখনো শুরু হয়নি। আর্কিটেকচার লাইটের কাজ সেতু উদ্বোধনের পর শুরু করা হবে।’

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন 

প্রকৌশলী সূত্রমতে, সেতুতে মোট ৪১৫টি সড়কবাতি রয়েছে। এগুলোর মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথে (ভায়াডাক্ট) ৪৬টি এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্টে বসানো হয়েছে ৪১টি সড়কবাতি। বিদ্যুৎ-সংযোগের জন্য মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রথম পিলার থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস। অপরদিকে শরীয়তপুরের জাজিরা-নাওডোবা প্রান্ত থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার সেতুতে বিদ্যুৎ-সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ-সংযোগের কাজ সমাপ্ত করেছে পদ্মার দুই পাশের জেলার পল্লী বিদ্যুৎ সমিতি।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত