মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
গভীর রাতে ভোটারদের হুমকি ধমকি দেওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকেরা মারধরের শিকার হয়েছেন। ইউনিয়নের বানিয়াহারী বাজারে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকদের ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করেন ক্ষুব্ধ জনতা।
গতকাল মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নৌকার প্রার্থীর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ লেখা এখনো সম্পন্ন হয়নি।
বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিশৃঙ্খলার খবর পেয়ে ওই রাতেই গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে সেখান থেকে ভাঙচুর করা পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকেরা ওই এলাকায় গিয়ে লোকজনের মধ্যে কিছুটা ভয়ের সৃষ্টি করার চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। নেত্রকোনার মোহনগঞ্জের বড়তলী-বানিয়াহারী ইউপিতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান হাজী মো. মুখলেছুর রহমান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও ছয়জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৬ ডিসেম্বর ওই ইউপির ভোট।
সরেজমিন ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মুখলেছুর রহমান তার কর্মী-সমর্থকদের নিয়ে ১৫-২০টি মোটরসাইকেলে করে সুখদেবপুর বাজারে যান। অশ্লীল ভাষায় গালমন্দের পাশাপাশি ‘নৌকা ছাড়া কোনো প্রতীকের নির্বাচন করা যাবে না’ এই বলে দোকানে থাকা লোকজনকে হুমকি-ধমকি দেন।
এ সময় কর্মী-সমর্থকদের সবার হাতে বইঠা ছিল। একই হুমকি দেন বানিয়াহারী বাজার ও গাজীনগর গ্রামে। একপর্যায়ে গাজীনগর গ্রামের দুটি ভাসমান দোকানে ভাঙচুর ও দোকানে উপস্থিত লোকজনকে মারধরও করে তার কর্মীরা।
হিন্দু অধ্যুষিত হওয়ায় ওই গ্রামের লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ছোটাছুটি করে আতঙ্কিত নারী-শিশুরা নদীর পাড়ে গিয়ে আশ্রয় নেন।
শেষে বানিয়াহারী বাজারে গিয়ে লোকজনকে গালমন্দ শুরু করলে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তখন স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে নৌকার প্রার্থীর কর্মীদের গণধোলাই দেয়। ভাঙচুর করে কয়েকটি মোটরসাইকেল। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে প্রার্থী মুখলেছুর রহমান কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাজীনগর গ্রামের দোকানি উৎপল সরকার ও সজল চন্দ্র সরকার বলেন, বাড়ির সামনে নির্বাচনকালীন চায়ের দোকান দিয়েছি। ওই রাতে নৌকার প্রার্থী মুখলেছুর রহমান ১৫-২০টি মোটরসাইকেলে করে তার কর্মী-সমর্থকদের নিয়ে এসে অতর্কিত হামলা চালানোর পাশাপাশি অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। তাদের সবার হাতে বইঠা ছিল।
ওই সময় মুখলেছুর রহমান দোকানে উপস্থিত লোকদের বলেন, এত রাতে এখানে কি? নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর প্রচারণা চলবে না।’ এই বলে সবাইকে পেটাতে থাকেন। সবাই ছোটাছুটি করে দৌড়ে পালাতে থাকে। একপর্যায়ে আমাদের দোকান ভাঙচুর করার পাশাপাশি দোকানে থাকা সিগারেটের কার্টন নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী গাজীনগর গ্রামের বাসিন্দা নিক্সন চন্দ্র সরকার বলেন, একজন নৌকার প্রার্থী রাতে আধারে কর্মীদের নিয়ে সাধারণ মানুষের ওপর এভাবে হামলা চালাবে এটা কখনো ভাবতেও পারিনি।
বরুংকা গ্রামের খোরশেদ মিয়া, বানিয়াহারী গ্রামের সুলতান মিয়া ও মো. কাজল মিয়া বলেন, মোটরসাইকেলের বহর নিয়ে বাজারে এসেই উপস্থিত লোকজনকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন নৌকার প্রার্থী মুখলেছুর রহমান। এ সময় তার লোকজন অনেককে ধরে বাড়ির দিকে পাঠিয়ে দেন।
এ বিষয়ে নৌকার প্রার্থী হাজী মো. মোখলেছুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ঘটনার সময় আমি থানায় ছিলাম।
গভীর রাতে ভোটারদের হুমকি ধমকি দেওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকেরা মারধরের শিকার হয়েছেন। ইউনিয়নের বানিয়াহারী বাজারে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকদের ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করেন ক্ষুব্ধ জনতা।
গতকাল মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নৌকার প্রার্থীর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ লেখা এখনো সম্পন্ন হয়নি।
বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিশৃঙ্খলার খবর পেয়ে ওই রাতেই গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে সেখান থেকে ভাঙচুর করা পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকেরা ওই এলাকায় গিয়ে লোকজনের মধ্যে কিছুটা ভয়ের সৃষ্টি করার চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। নেত্রকোনার মোহনগঞ্জের বড়তলী-বানিয়াহারী ইউপিতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান হাজী মো. মুখলেছুর রহমান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও ছয়জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৬ ডিসেম্বর ওই ইউপির ভোট।
সরেজমিন ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মুখলেছুর রহমান তার কর্মী-সমর্থকদের নিয়ে ১৫-২০টি মোটরসাইকেলে করে সুখদেবপুর বাজারে যান। অশ্লীল ভাষায় গালমন্দের পাশাপাশি ‘নৌকা ছাড়া কোনো প্রতীকের নির্বাচন করা যাবে না’ এই বলে দোকানে থাকা লোকজনকে হুমকি-ধমকি দেন।
এ সময় কর্মী-সমর্থকদের সবার হাতে বইঠা ছিল। একই হুমকি দেন বানিয়াহারী বাজার ও গাজীনগর গ্রামে। একপর্যায়ে গাজীনগর গ্রামের দুটি ভাসমান দোকানে ভাঙচুর ও দোকানে উপস্থিত লোকজনকে মারধরও করে তার কর্মীরা।
হিন্দু অধ্যুষিত হওয়ায় ওই গ্রামের লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ছোটাছুটি করে আতঙ্কিত নারী-শিশুরা নদীর পাড়ে গিয়ে আশ্রয় নেন।
শেষে বানিয়াহারী বাজারে গিয়ে লোকজনকে গালমন্দ শুরু করলে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তখন স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে নৌকার প্রার্থীর কর্মীদের গণধোলাই দেয়। ভাঙচুর করে কয়েকটি মোটরসাইকেল। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে প্রার্থী মুখলেছুর রহমান কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাজীনগর গ্রামের দোকানি উৎপল সরকার ও সজল চন্দ্র সরকার বলেন, বাড়ির সামনে নির্বাচনকালীন চায়ের দোকান দিয়েছি। ওই রাতে নৌকার প্রার্থী মুখলেছুর রহমান ১৫-২০টি মোটরসাইকেলে করে তার কর্মী-সমর্থকদের নিয়ে এসে অতর্কিত হামলা চালানোর পাশাপাশি অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। তাদের সবার হাতে বইঠা ছিল।
ওই সময় মুখলেছুর রহমান দোকানে উপস্থিত লোকদের বলেন, এত রাতে এখানে কি? নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর প্রচারণা চলবে না।’ এই বলে সবাইকে পেটাতে থাকেন। সবাই ছোটাছুটি করে দৌড়ে পালাতে থাকে। একপর্যায়ে আমাদের দোকান ভাঙচুর করার পাশাপাশি দোকানে থাকা সিগারেটের কার্টন নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী গাজীনগর গ্রামের বাসিন্দা নিক্সন চন্দ্র সরকার বলেন, একজন নৌকার প্রার্থী রাতে আধারে কর্মীদের নিয়ে সাধারণ মানুষের ওপর এভাবে হামলা চালাবে এটা কখনো ভাবতেও পারিনি।
বরুংকা গ্রামের খোরশেদ মিয়া, বানিয়াহারী গ্রামের সুলতান মিয়া ও মো. কাজল মিয়া বলেন, মোটরসাইকেলের বহর নিয়ে বাজারে এসেই উপস্থিত লোকজনকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন নৌকার প্রার্থী মুখলেছুর রহমান। এ সময় তার লোকজন অনেককে ধরে বাড়ির দিকে পাঠিয়ে দেন।
এ বিষয়ে নৌকার প্রার্থী হাজী মো. মোখলেছুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ঘটনার সময় আমি থানায় ছিলাম।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫