Ajker Patrika

শহীদ মিনারে ফুল দিতে পারেনি বিএনপি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৯: ৫৪
শহীদ মিনারে ফুল দিতে পারেনি বিএনপি

পিরোজপুরের নাজিরপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাজিরপুর কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে সে কর্মসূচি। এ বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপি। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এর প্রতিবাদে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান।

এ সময় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। যাঁরা তাজা রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন করেছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের কয়েকজন নেতা-কর্মীকে আহত করে। পুলিশ জনগণের বন্ধু। পুলিশ কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী নয়। তারা কেন আমাদের ফুল দিতে বাধা দেবে? আমাদের ব্যানার ছিনিয়ে নেবে? আমাদের ছাত্রনেতাদের শহীদ মিনারে বসে লাঞ্ছিত করবে? আমরা শান্তিপূর্ণভাবে শহীদদের স্মরণে ফুল দিতে চেয়েছিলাম। কিন্তু কয়েকজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ফুল দিতে বাধা দিলে আমরা ফিরে আসি। এ দেশে কোনো গণতন্ত্র নেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম শেখ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত