Ajker Patrika

আ.লীগের কাছে দেশ ও মানুষ নিরাপদ নয়: মির্জা আব্বাস

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৯
আ.লীগের কাছে দেশ ও মানুষ নিরাপদ নয়: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটি রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলের প্রতি মানবিক হবে, এটাই প্রত্যাশা করি। কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে আমরা তা পাচ্ছি না। দলটির কাছে থেকে দেশ ও মানুষ নিরাপদ নয়। তাই আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় ফরিদপুর প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তির সব অঙ্গ সংগঠন এই সরকারের পতনের জন্য রাজপথে থাকবে। তিনি বলেন, দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর সুচিকিৎসার জন্য দেশবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সরকার পদক্ষেপ নেবে।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ রিংকুর সভাপতিত্বে সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, কেন্দ্রীয় যুবদল নেতা মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জুলফিকার হোসেন জুয়েল, সাবেক যুবদল নেতা আবজাল হোসেন খান পলাশ, বিএনপি নেতা এবি সিদ্দিকী মিতুলসহ বিভাগীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত