Ajker Patrika

দ্বন্দ্বে বন্ধ রাস্তার কাজ এলাকাবাসীর দুর্ভোগ

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২২, ২০: ৪৭
দ্বন্দ্বে বন্ধ রাস্তার কাজ এলাকাবাসীর দুর্ভোগ

নীলফামারী কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নে ১২০০ মিটার সড়কটি এলাকাবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদার ও উপজেলা প্রকৌশল অফিসের দ্বন্দ্বের কারণে সড়কের কাজ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন মানুষ। তবে, দুর্ভোগের জন্য ঠিকাদারকে দুষলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান। তিনি বলেন, ঠিকাদারকে কাজ বন্ধ করার জন্য লিখিতভাবে কোনো কিছু বলা হয়নি। ঠিকাদার নিজের স্বার্থে কাজ বন্ধ রেখেছেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক নির্মাণকাজ পরিদর্শন করে যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই লিখিতভাবে কাজ বন্ধের নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, ঠিকাদার মাহবুল ইসলাম জানান, সড়কটির বেড কাটিং করার পর সড়কে বালু ফেলে তা মজবুত করা হয়েছে। কিন্তু উপজেলা প্রকৌশলী সড়কটির মজবুত সঠিক হয়নি মর্মে কাজ বন্ধ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রকৌশলী কাজ শুরু করতে বললে কয়েক দিনের মধ্যে সড়কটির কাজ শেষ হয়ে যেত।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গাড়াগ্রাম ইউনিয়নের আতারুলের বাড়ি থেকে বকুলের বাড়ি পর্যন্ত সড়কটি নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় রুবি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সালের ২৫ নভেম্বর সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল।

গাড়াগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান জানান, সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করার পর নির্মাণকাজ শুরু করে বেড কাটিং করার পর সড়কে বালু ফেলে ঠিকাদার সড়কের নির্মাণকাজ কাজ বন্ধ করে দেন।

আহেলার বাজারের বাসিন্দা রেয়াজুল ইসলাম বলেন, সড়কটি খুঁড়ে রাখার কারণে ওই সড়ক দিয়ে চলাচলে গ্রামবাসী প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন। বৃষ্টির কারণে সড়কটিতে হাঁটু পরিমাণ পানি জমে থাকায় দুর্ভোগ চরমে উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত