Ajker Patrika

শেষ বয়সে স্বপ্নের ঘর পেয়ে তৃপ্তির হাসি মুছার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
শেষ বয়সে স্বপ্নের ঘর পেয়ে তৃপ্তির হাসি মুছার

মুছা মণ্ডল। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চানমেটুয়ানী গ্রামের বাসিন্দা তিনি। কিছুদিন আগেও চটের বস্তা দিয়ে ঘেরা জরাজীর্ণ ঘরে থাকতেন। অথচ এখন বসবাসের জন্য পেয়েছেন রঙিন ঘর।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্বেচ্ছাসেবক তাঁর পোস্টে মুছা মণ্ডলের পরিস্থিতি নিয়ে লেখেন। এরপরই সহযোগিতার হাত বাড়ান কয়েকজন। সেই অর্থ দিয়ে স্বেচ্ছাসেবক মামুন বিশ্বাস ঘরটি তৈরি করেন।

১৬ বছর আগে স্ত্রী হারিয়েছেন মুছা মণ্ডল। একাকী জীবন চালিয়ে যাওয়া মুছা মণ্ডল এখন প্রতিদিন রাতে শান্তিতে ঘুমাতে পারবেন।

শুধু ঘরই নয়, সেখানে দেওয়া হয়েছে লেপ-তোশক, চৌকি, শীতের কাপড়, জায়নামাজ, খাদ্যসামগ্রী, টিউবওয়েল ও নগদ অর্থ। এ ছাড়া মুছা মণ্ডলের জন্য কানাডাপ্রবাসী এক ব্যক্তি মাসিক ৩ হাজার করে টাকা পাঠাবেন। ঘরসহ সবকিছু পাওয়ার আনন্দে মুছা মণ্ডলের চোখে-মুখে আনন্দের হাসি।

ঘর পেয়ে কেমন লাগছে, এ প্রশ্নের উত্তরে মুছা মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সন্তান নেই। চটের বেড়া দিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করেছি। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমি একখানা নতুন রঙিন ঘর পাব। এই বয়সে এত সুন্দর ঘরে থাকতে পারব। আমি ভীষণ খুশি হয়েছি ঘর, টিউবওয়েলসহ সবকিছু পেয়ে। দিন শেষে এখন আর চটের বেড়া দেওয়া মাটির বিছানায় ঘুমাতে হবে না। দোয়া করব যত দিন বেঁচে থাকব আপনাদের সবার জন্য।’

মুছা মণ্ডলের ঘরের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন শামীম হোসেন, তারেক শাহরীয়ার, আব্দুর রহিম, ইসমাইল হোসেন, শামীম রেজা, মহির উদ্দিন প্রমুখ।

এ বিষয়ে মামুন বিশ্বাস বলেন, ‘চটের ঘরটি দেখে নিজেদের খুব অপরাধী মনে হচ্ছিল। সবকিছু দেখে মুছা মণ্ডলের বিস্তারিত লিখে ফেসবুকে পোস্ট দিই। ফেসবুকের কল্যাণে সংগৃহীত ৭৫ হাজার টাকা দিয়ে দ্রুত ঘর নির্মাণকাজ শেষ করেছি।’

মামুন বিশ্বাস আরও বলেন, ‘আমরা সবাই যদি যাঁর যাঁর অবস্থান থেকে এগিয়ে আসি, তাইলে আমাদের সমাজে অবহেলিত কোনো মানুষ থাকবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত