Ajker Patrika

দণ্ড মওকুফ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৪
দণ্ড মওকুফ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। দণ্ড মওকুফ না হওয়া পর্যন্ত তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পর উঁনি যদি ক্ষমা করেন, তবেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন। গতকাল রোববার কুষ্টিয়ার সদরের পিটিআই রোডের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

‘খালেদা জিয়া এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন দাবি প্রসঙ্গে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম হঠাৎ করে আবিষ্কার করেছেন খালেদা জিয়া নাকি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। মির্জা ফখরুল সাহেবদের লজ্জা হওয়া উচিত। ১৯৭১ সালে খালেদা জিয়ার যে কাহিনিগুলো আছে, সেটা এই প্রজন্মের মানুষেরা জানেন না। সেগুলোকে খুঁচিয়ে জনগণের সামনে তুলে ধরার জন্যই কি মির্জা ফখরুল এসব কথা বলছেন?’

ফখরুল ইসলামের নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে হানিফ বলেন, নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইন থাকার দরকার ছিল, সে আইনটা করা হয়নি। ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল, তারাও কেউ করেনি। তবে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে। শিগগিরই একটি আইন করা হবে। সব রাজনৈতিক দলের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি বৈঠক করেন, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেন, তাদের মতামতের ওপর ভিত্তি করে সার্চ কমিটি গঠন করা হবে। সেই সার্চ কমিটি দ্বারা বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া বা প্রস্তাবিত নামের মধ্যে থেকে যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন গঠন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত