Ajker Patrika

বাংলাদেশ বিশ্বে বিস্ময়কর রাষ্ট্র: আইজিপি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩: ২০
বাংলাদেশ বিশ্বে বিস্ময়কর রাষ্ট্র: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বিশ্বে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম। দেশ ও মানুষের জীবনমানের উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে তাতে অল্প কয়েক বছরের মধ্যে তালিকায় বাংলাদেশের অবস্থান হবে ১১ থেকে ১৫তম স্থানের মধ্যে। এক সময়ের তলাবিহীন ঝুড়ি উন্নয়নের অগ্রগতিতে এখন বিশ্বে একটি বিস্ময়কর রাষ্ট্রে পরিণত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুরে বরিশাল পুলিশ লাইনসে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগরীর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

সুধী সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল প্রমুখ।

এর আগে আইজিপি ড. বেনজীর আহমেদ পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত এয়ারপোর্ট থানা ভবন উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত