Ajker Patrika

পেট্রলের সংকট, ভোগান্তি

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ৫২
পেট্রলের সংকট, ভোগান্তি

নওগাঁ শহরে দুই দিন ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রলের সংকট দেখা দিয়েছে। কোনো ঘোষণা ছাড়াই পাম্পে এসে পেট্রল না পেয়ে অনেকটাই বিপাকে পড়েন পেট্রল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকেরা।

পেট্রল পাম্প কর্তৃপক্ষ এবং খুচরা বিক্রেতারা বলছেন, ডিপো থেকে পেট্রল সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে। তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান মিলবে তা কেউ বলতে পারছেন না।

গতকাল শনিবার বিকেলে জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, সেখানে মোটরসাইকেল নিয়ে অনেকেই পেট্রল তেল নিতে আসছেন। কিন্তু ফিলিং স্টেশন থেকে জানিয়ে দেওয়া হচ্ছে পাম্পে পেট্রল তেল নেই। প্রয়োজনে অকটেন নেওয়া যাবে। তবে পেট্রল না পেয়ে অনেক মোটরসাইকেল আরোহীকে অকটেন তেল নিতে দেখা গেছে। কিন্তু যাদের মোটরসাইকেলে অকটেন তেল ব্যবহার করেন না, তাঁরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

শহরের মুক্তির মোড়ে অবস্থিত মেসার্স সাকিব ফিলিং স্টেশনে পেট্রল নিতে আসা মওদুদুর রহমান ও রায়হান চৌধুরী বলেন, ‘গতকাল থেকে পেট্রলের জন্য নওগাঁ শহরের বিভিন্ন পেট্রল পাম্প ও খুচরা দোকানে ঘুরেছি। কোথাও না পেয়ে ফিরে গেছি। আজ আবার এসেছি, পেট্রল না পেয়ে অকটেন দিয়ে জ্বালানি ঘাটতি মেটাচ্ছি। তারা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান।’

ওই পাম্পের ম্যানেজার মো. আলামিন বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পাম্পের তেল শেষ হয়েছে। ডিপো থেকে কোনো পেট্রল পাচ্ছি না। আমাদের কাছে যে পরিমাণ পেট্রল জমা ছিল তা শেষ হয়েছে। কোম্পানির লোকদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁরা ফোন রিসিভ করছেন না। এ ছাড়া জমা রাখা অকটেন তেলও শেষ হচ্ছে। ক্রেতারা এসে ফেরত যাচ্ছেন। শহরজুড়ে একই অবস্থা কোথাও তেল নেই। অর্থাৎ কোম্পানি তেল দিচ্ছে না। কারও কাছে তেল থাকলে সেগুলো আগের কিনে রাখা হবে।’

সাকিব ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সারোয়ার হোসেন সাকিব বলেন, ডিপো থেকে পেট্রল পাওয়া যাচ্ছে না। কী কারণে সংকট তারা সেটিও স্পষ্ট করে জানাতে পারেনি। এ কারণে ক্রেতাদের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন। দুই দিনে তাঁদের অনেক টাকা লোকসান হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস্ অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন নওগাঁ কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান জোবায়ের আহম্মেদ বলেন, নওগাঁয় বেশ কয়েকটি কোম্পানির জ্বালানি বেচাকেনা করা হয়। বর্তমানে ডিপোতে গিয়ে পরিমাণমতো তেল পাচ্ছে ডিলাররা। সরবরাহ না থাকার কারণে জেলায় পেট্রল তেলের একটি সংকট সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, দ্রুত এই সমস্যার সমাধান না করা হলে সংকট আরও হবে। গ্রাহকদের ভোগান্তি বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত